শনিবার লাইভে আসছেন মাহমুদউল্লাহ-সিমন্সরা

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


করোনাভাইরাসের কারণে বিপাকে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে অনেক সংস্থা। এরই ধারাবাহিকতায় মহতী এই উদ্যোগে সামিল হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও।  


দুঃস্থ মানুষের পাশ পাশে দাঁড়াতে তারকা ক্রিকেটারদের স্বাক্ষরিত একটি ব্যাট নিলামে তুলেছে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি। মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়াও এতে স্বাক্ষর রয়েছে ক্রিস গেইল, লেন্ডন সিমন্স, ইমরুল কায়েস, লিয়াম প্ল্যাঙ্কেটদের। ই-কমার্স প্রতিষ্ঠান চলো সবাই ডট কমের ওয়েবসাইটে গত ৫মে শুরু হয় ব্যাটটির নিলাম। যেখানে ১৬মে (শনিবার) পর্যন্ত বিড করতে পারবেন আগ্রহী ব্যক্তিরা।


promotional_ad

নিলামের শেষ দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাত সাড়ে দশটায় লাইভে আসবেন চট্টগ্রামের হয়ে খেলা চার ক্রিকেটার মাহমুদউল্লাহ, চ্যাডউইক ওয়ালটন, ইমরুল কায়েস এবং লেন্ডন সিমন্স। ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী সৈয়দ ইয়াসির আলম এরই মধ্যে ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন। 


এর আগে ব্যাটটি নিলামে তোলা প্রসঙ্গে ইয়াসির আলম বলেছিলেন, ‘আমাদের দলে গেইল, মাহমুদউল্লাহর মতো ক্রিকেটাররা খেলেছেন। দলের ২০ জন তারকা ক্রিকেটারের স্বাক্ষর রয়েছে ব্যাটটিতে। তাই আমরা চিন্তা করলাম ব্যাট নিলামে দেওয়ার। ব্যাট বিক্রির  পুরো টাকা নিম্ন আয়ের মানুষদের স্বাস্থ্যসেবার জন্য খরচ করা হবে।’


দেশের দরিদ্র মানুষের সাহায্যার্থে অনেক ক্রিকেটারই এগিয়ে এসেছেন এখন পর্যন্ত। কয়েকদিন আগে নিলামে বিশ্বকাপের ব্যাট ২০ লাখ টাকায় বিক্রি করেছেন সাকিব আল হাসান। এরপর তাসকিন আহমেদ এবং সৌম্য সরকারের বল-ব্যাটও নিলামে বিক্রি হয়েছে সাড়ে আট লাখ টাকায়।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball