পিটারসেনের আইপিএল চুক্তিতে 'বিভক্ত' হয়েছিল ইংল্যান্ড!

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
২০০৯ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে সবার মনোযোগের কেন্দ্রে ছিলেন অ্যান্ড্রু ফ্লিনটফ ও কেভিন পিটারসেন। ইংলিশ এই দুই ক্রিকেটারকে সে সময়ের রেকর্ড ১.৫৫ মিলিয়ন ডলার খরচ করে দলে ভিড়িয়েছিল চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ফ্লিনটফের আইপিএলে যাওয়াকে সহজ করে দেখলেও পিটারসেনের যাত্রা নিয়ে প্রশ্ন ছিল সেই সময়ের ইংল্যান্ড দলের ক্রিকেটারদের!
লম্বা সময় পর বিষয়টিকে মিডিয়ার সামনে এনেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। ভনের দাবি, পিটারসেনের আইপিএল যাত্রাকে সোজা দৃষ্টিতে দেখেননি গ্রায়েম সোয়ান, টিম ব্রেসনান, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও ম্যাট প্রায়ররা।

ভন বলেন, 'তখন সবাই কেভিনকে হিংসা করত। ক্রিকেটাররা এখন অবশ্য আমার কথাকে পাত্তা দিবে না। সত্যি বলতে কেভিন সেই সময়ে একটি বড় চুক্তিতে নাম লিখিয়েছিল।
দলে তখন মতভেদ তৈরি হয়। গ্রায়েম সোয়ান, টিম ব্রেসনান, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও ম্যাট প্রায়ররা একত্রিত হয়। গুঞ্জন আছে যে এরা একদলে যায়, কেভিন অন্যদিকে যায়।'
অ্যান্ডারসন-ব্রডরা সেই সময়ে ইংলিশ ক্রিকেটারদের আইপিএলে খেলার পক্ষে ছিলেন না। অপরদিকে পিটারসেনের যুক্তি ছিল, সীমিত ওভারের ক্রিকেটে আরও ভালো কৌশল রপ্ত করার লক্ষ্যেই আইপিএলে যাচ্ছেন তিনি!
ভন আরও বলেন, 'কেভিন সেই সময়ে আইপিএলে খেলতে চেয়েছিল। এটাকে ঘিরেই মতভেদ তৈরি হয়। কেভিন তাঁর সতীর্থদের বলে যে সে ওয়ানডেতে উন্নতি করার জন্যই আইপিএলে যেতে চায়।
তারা ভেবে নেয়, কেভিন শুধুই টাকার জন্য যাচ্ছে। কেভিনের সঙ্গে এটা নিয়ে দলের অনেক সমস্যা হয়েছিল।'