আইপিএলের ভবিষ্যৎ অনিশ্চিতঃ গাঙ্গুলী

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারতে চলছে ২১ দিনের লকডাউন। এমন অবস্থায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইইএল) ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়ে শঙ্কা। টুর্নামেন্টটি ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হলেও পরিস্থিতি বিবেচনায় আইপিএলের জন্য অপেক্ষা আরও বাড়ছে।
ভারতে লকডাউন বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে এরই মধ্যে। ফলে আইপিএল নিয়েও অনিশ্চয়তা বেড়ে গেছে। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, এই মুহূর্তে আইপিএল আয়োজন অসম্ভব।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। এই মুহূর্তে আইপিএল নিয়ে কোনোকিছুই বলা সম্ভব হচ্ছে না। কীই বা বলার আছে? বিমানবন্দর বন্ধ, মানুষ বাড়িতে আটকে আছে। অফিস বন্ধ রাখা হয়েছে। কেউ কোথাও যেতে পারছে না। মনে হচ্ছে মে মাসের মাঝামাঝি পর্যন্ত এভাবেই চলবে।'
আইপিএল না হলে মোটা অঙ্কের ক্ষতির মুখে পড়বে ভারতের ক্রিকেটের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আগামী সোমবার একটি বৈঠক আছে বিসিসিআইয়ের সেখানেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন গাঙ্গুলী।
বিসিসিআই সভাপতি বলেন, 'এখন আইপিএল হলে ক্রিকেটাররা কিভাবে আসবে? কোথা থেকে ক্রিকেটারদের পাওয়া যাবে! সাধারণ বিচারে বলে আইপিএল তো বটেই, সারা বিশ্বেই আপাতত খেলার উপযুক্ত পরিবেশ নেই। আগামী সোমবার বোর্ডের অফিস বিয়ারারদের সঙ্গে আলোচনার পর একটা আপডেট আসতে পারে। তবে বাস্তবের কথা বিবেচনা করলে এই মুহূর্তে আইপিএলের ভবিষ্যৎ অনিশ্চিত।'