মাঠ দর্শকশূণ্য হলেও আইপিএল হোকঃ কামিন্স

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মহামারী করোনাভাইরাসের কারণে এখনও অনিশ্চিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এ বছরের আসরটি। ভারত কর্তৃপক্ষ চাইছে না এবারের আসরটি বসুক। কেননা পরিস্থিতি যে দিকে এগুচ্ছে তাতে দর্শক এবং খেলোয়াড়দের বিপদের মুখে ফেলতে চাইছেন না তাঁরা।
তবে কথার ভিন্ন সুর শোনা গেল অজি পেসার প্যাট কামিন্সের মুখে। এমন পরিস্থিতিতে দর্শক শূন্য মাঠে খেলতেও আপত্তি নেই এ ডানহাতি পেসারের। রুদ্ধদ্বার হলেও আইপিএল হোক এটাই প্রত্যাশা তাঁর।

বিবিসি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। এ সময় কামিন্স বলেন, "আমি খুবই আশাবাদী, যে এবারের আইপিএল মাঠে গড়াবে। দর্শকশূণ্য রুদ্ধদ্বার হলেও মাঠে গড়াবে এবারের আসর। দর্শক টেলিভিশনে বসে খেলা উপভোগ করবে। মাঠে কেউ না আসলেও চলবে।'
গেল বছরের ডিসেম্বরে আইপিএলের নিলামে সাড়ে ১৫ কোটি রুপিতে অস্ট্রেলিয়ার সেরা পেসার প্যাট কামিন্সকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবারের আসর মাঠে না গড়ালে তিনি পাবেন না এই অর্থ।
২৯ মার্চ থেকে এবারের ১৩তম আসরের আইপিএল শুরু হওয়ার কথা থাকলেও মহামারী করোনাভাইরাসের কারণে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত রয়েছে। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ার কারণে এবারের আসরটি না হওয়ার সম্ভাবনাই বেশি।
বোর্ড অফ কন্ট্রোল ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) আসন্ন অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে এই ফ্র্যাঞ্চাইজি লিগটি মাঠে গড়ানোর কথা ভাবছেন। তবে এক্ষেত্রে আইসিসি যদি অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ সময়সূচীতে যদি পরিবর্তন আসে তাহলেই আইপিএল হওয়ার সম্ভাবনা থাকবে।