ক্লার্ককে উপযুক্ত জবাব পেইনের

ছবি: ছবিঃ ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
স্লেজিং কিং অস্ট্রেলিয়া যেন ভোল পাল্টে ফেলে ভারতের বিপক্ষে খেলতে নামলে। স্লেজিং তো দূরে থাক, কোহলিদের সমীহ করে চলেন ওয়ার্নাররা। দিন দুই এক আগে সাবেক অজি তারকা মাইকেল ক্লার্ক দাবী করেছিলেন এমনটাই। কারণ হিসেবে বলেছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কারণে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ভারতের ক্রিকেটারদের স্লেজিং করতে ভয় পান।
কিন্তু ক্লার্কের দাবী সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন বর্তমান অজি টেস্ট অধিনায়ক টিম পেইন। তিনি বলেন এরকম কোনো কিছুই নয়। দলকে কৌশলগত কারণেই চুপ থাকতে বলেছিলেন বলে মন্তব্য করেন এই অজি অধিনায়ক।

সম্প্রতি জনপ্রিয় ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। পেইন বলেন, 'ভারতের বিপক্ষে আমরা যখন বল হাতে ছিলাম এবং যখন ব্যাটিংয়ে ছিলাম, আমাদের লক্ষ্য শুধু একটিই ছিল। কিভাবে ম্যাচটি জিততে হবে। স্লেজিং করে এই লড়াইকে উস্কে দিতে চাইনি কৌশলগত কারণে। কেননা স্লেজিং প্রতিপক্ষকে সেরা খেলায়।'
তিনি আরও বলেন, 'আমি মনে করি না এখানে আইপিএলের চুক্তি কোনোভাবে জড়িত। ক্লার্ক সে সময় ভেবেছিল আইপিএলের চুক্তিতে জায়গা করে নেবার জন্য আমরা তাদের সমীহ করে চলছি। কিন্তু আসলে তা নয়। কেননা এটি বড় কোনো চুক্তি নয় আমাদের জন্য। আমি নিশ্চিত কোহলিদের বিপক্ষে বল করার সময় আমার ছেলেরা এসব নিয়ে ভাবে না।'
সম্প্রতি স্কাই স্পোর্টস রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে ক্লার্ক বলেছিলেন, 'আমার মনে হয়, অস্ট্রেলিয়ান ক্রিকেট এবং সম্ভবত অন্য সব দল, কিছুদিন ধরেই ভারতের বাধ্যগত হয়ে থাকে। কোহলি বা অন্য ভারতীয় ক্রিকেটারদের স্লেজ করতে তারা ভয় পায়, কারণ এপ্রিলেই তো ভারতীয়দের সঙ্গে আইপিএল খেলতে হবে!'
তিনি আরও বলেছিলেন, 'কিছু ক্রিকেটারদের ভাবনা থাকে এরকম যে, আমি কোহলিকে স্লেজ করব না। আমি চাই সে আমাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে সুযোগ দিক, তাহলে ৬ সপ্তাহে এক মিলিয়ন মার্কিন ডলার আয় করতে পারব।'