বড় ক্ষতির মুখে কামিন্স-ম্যাক্সওয়েলরা

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১৭ জন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের অংশ নেয়ার কথা। করোনাভাইরাসের প্রকোপের কারণে ইতোমধ্যেই ১৭ দিন পিছিয়ে দেয়া আইপিএল যদি শেষ পর্যন্ত না হয়, তাহলে ক্ষতির মুখে পড়বেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা।
আইপিএলের এবারের আসরে সবচাইতে দামি ক্রিকেটার ছিলেন প্যাট কামিন্স। এই ফাস্ট বোলারকে ১৫.৫০ কোটি রুপিতে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। আইপিএল না হলে বড় অঙ্কের অর্থ মিলবে না কামিন্সের।

কিংস ইলেভেন পাঞ্জাব ১০.৭৫ কোটি রুপিতে দলে ভেড়ায় গ্লেন ম্যাক্সওয়েলকে। অজি এই অলরাউন্ডারও বড় অঙ্কের অর্থ হারাতে পারেন।
এবারের নিলামে অজি অলরাউন্ডার মার্কাস স্টইনিসকে ৪.৮০ কোটি রুপিতে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস। বড় অঙ্কের অর্থপ্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে তাঁরও।
এছাড়া অ্যারন ফিঞ্চকে ৪.৪০ কোটি ও কেন রিচার্ডসনকে চার কোটি রুপিতে দলে ভিড়িয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আইপিএল না হলে এবারের আসরে বড় রকমের ক্ষতির মুখে পড়বেন তারাও।
১৫ এপ্রিল আইপিএল শুরু হবে বলে জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যদিও ২১ দিনের জন্য লকডাউনে আছে গোটা ভারত।