পন্টিংকে জাদুকরী কোচের তকমা দিলেন রোহিত

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
নিজের ক্রিকেট ক্যারিয়ারে বেশ কয়েকজন কোচের অধীনে খেলেছেন রোহিত শর্মা। ভারতের সীমিত ওভারের ক্রিকেটের সহ অধিনায়কের চোখে সবচাইতে সেরা রিকি পন্টিং।
অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক পন্টিং ক্যারিয়ারের সায়াহ্নে আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্স দলে খেলেছেন। পরবর্তীতে দলটির উপদেষ্টা হিশেবেও কাজ করেছেন পন্টিং।

সেখানেই পন্টিংয়ের ছত্রছায়া মিলেছে রোহিতের। ২০১৩ সালের আইপিএলের মাঝপথে মুম্বাইয়ের অধিনায়কত্ব ছাড়েন পন্টিং। এরপরেও দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে অবদান রেখে গেছেন সাবেক অজি এই ব্যাটসম্যান।
সম্প্রতি ইন্সটাগ্রাম লাইভ ভিডিওতে কেভিন পিটারসেনের এক প্রশ্নের জবাবে রোহিত বলেন, 'একটা নাম নেয়া কঠিন। কেননা প্রত্যেকেরই কিছু না কিছু অবদান আছে। তবে আমার চোখে রিকি পন্টিং ছিল জাদুকরের মতো। তিনি যখন মুম্বাইয়ের অধিনায়ক ছিলেন তখন প্রথম ভাগের পর অধিনায়কত্ব আমার কাছে ছেড়ে দেন।
এজন্য অনেক সাহস লাগে। অধিনায়কত্ব ছাড়লেও উনি দলের সঙ্গে আগের মতোই সংযুক্ত ছিলেন। পরবর্তীতে কোচিং স্টাফ হিশেবেও অনবদ্য ছিলেন তিনি। আমাকে অধিনায়কত্বে সহযোগিতা করা ছাড়াও দলের তরুণদের সঠিক পরামর্শ দেন তিনি। তাঁর কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি।'
২০১৩ সালের সেই আইপিএলে মাঝপথে অধিনায়কত্ব পেয়ে মুম্বাইকে শিরোপা জেতান রোহিত। এরপর ২০১৫, ২০১৭ ও ২০১৯ সালেও মুম্বাইকে শিরোপা এনে দেন তিনি।