promotional_ad

শিরোপা না জেতার 'বিরাট' আফসোস কোহলির

ছবিঃ- বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২টি আসর চলে গেলেও এখনও শিরোপা ছুঁতে পারেনি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। স্বভাবতই, শিরোপা ছুঁতে না পারার বড় আফসোস আছে অধিনায়ক কোহলির।


নিজেদের সেরা দল নিয়ে এসেও আইপিএলের শিরোপা ছোঁয়া হয়নি, বলছেন কোহলি। গত বৃহস্পতিবার রাতে সাবেক ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেনের সঙ্গে লাইভ ভিডিওতে অংশ নেন কোহলি।


promotional_ad

সেখানে পিটারসেনের এক প্রশ্নের জবাবে কোহলি বলেন, 'তোমার দলে যখন ইতিহাসের সেরা ক্রিকেটাররা খেলবে। তখন সেটা সবারই নজরে আসবে। আমাদের সাম্প্রতিক সময়ের দলগুলো দেখো। আমি, এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইল, ডেল স্টেইনরা গত কয়েক আসরে দলটিতে খেলেছে।


আমাদের দিকে সবারই নজর ছিল। তিনটা ফাইনালে আমরা খেলেছি। কিন্তু এর একটাও আমরা জিততে পারিনি। কিন্তু এসব বলা সাজে না, কেননা আমরা কোনো শিরোপা জিততে পারিনি। আমরা আমাদের সেরা দল নিয়েও শিরোপা পাইনি। শিরোপা জেতা আমাদেরও প্রাপ্য।'


২০০৯ সালে অনিল কুম্বলের নেতৃত্বে থাকা ব্যঙ্গালোর সেই আসরের ফাইনাল খেলেছিল। যদিও অ্যাডাম গিলক্রিস্টের ডেকান চার্জাস হায়দরাবাদের কাছে শিরোপা হারাতে হয় তাদের।


এরপর ২০১১ সালে চেন্নাই সুপার কিংসের কাছে ফাইনাল হারে ব্যাঙ্গালোর। এরপর ২০১৬ সালের আইপিএলে ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদের কাছে ফাইনাল হারে কোহলিবাহিনী।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball