promotional_ad

উইলিয়ামসন-ওয়ার্নারদের দায়িত্ব নিয়েছেন মারিও ভিল্লাভারানে

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিটনেস ট্রেনারের চাকরি ছেড়েছেন মারিও ভিল্লাভারানে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কাজ করার সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কান এই ট্রেনার। 


আসন্ন আইপিএল মৌসুমের জন্য সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মারিও। বৃহস্পতিবার সানরাইজার্সে যোগ দেয়ার বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন এই লঙ্কান।


promotional_ad

মারিও বলেন, `হ্যাঁ আমি দায়িত্ব ছেড়েছি। সানরাইজার্স হায়দ্রাবাদ আমাকে প্রস্তাব দিয়েছিল। আমার কাছে মনে হয়েছে খুবই ভালো একটি সুযোগ। তাই আমি না করিনি। অবশ্যই বাংলাদেশকে মিস করবো। ছয়টি বছর দারুণ কেটেছে এখানে।' 


২০১৪ সালে বাংলাদেশ দলের ট্রেনারের দায়িত্ব দেয়া হয় মারিওকে। বাংলাদেশের সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সময় বিসিবির এই চাকুরিতে যোগ দেন তিনি। 


২০১৯ সালের বিশ্বকাপের পর মারিওর সঙ্গে তৃতীয় দফায় দুই বছরের চুক্তি করে বিসিবি। বাংলাদেশে আসার আগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে ৬ বছর ট্রেনার হিসেবে কাজ করেন তিনি।


শ্রীলঙ্কার জাতীয় দলে সুযোগ না পেলেও পেশাদার ক্রিকেট খেলেছেন মারিও। প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৩৭৮ উইকেটের মালিক এই লঙ্কান। খেলোয়াড়ি জীবন শেষে ফিটনেস কোচিংয়ের কাজ বেছে নেন মারিও। 


চলতি বছরের ২৯ মার্চ থেকে শুরু হবে আইপিএল। যে কারণে বলা যায়, জিম্বাবুয়ে সিরিজই হবে বাংলাদেশ দলের সঙ্গে মারিওর অধ্যায়। সানরাইজার্সে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী কোচ ট্রেভর বেইলিসকে প্রধান কোচ এবং অস্ট্রেলিয়ার সাবেক উইকেট রক্ষক ব্র্যাড হ্যাডিনকে সহকারী কোচ হিসেবে পাচ্ছেন এই লঙ্কান। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball