promotional_ad

ফ্রাইলিঙ্ক-মুশফিকের কাঁধে খুলনা

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইরফান শুক্কুরের হাফ সেঞ্চুরির পর মোহাম্মদ নাওয়াজ এবং আন্দ্রে রাসেলের ঝড়ো ব্যাটিংয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে খুলনা টাইগার্সের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ১৭০ রান করেছে রাজশাহী রয়্যালস। শিরোপা জেতার লক্ষ্যে ব্যাটিং করছে খুলনা।


ফ্রাইলিঙ্ক-মুশফিকের কাঁধে খুলনাঃ


রুশো-শামসুরের জুটি ভাঙেন মোহাম্মদ নাওয়াজ। ২৬ বলে ৩৭ রান করা রুশোকে ফেরান তিনি । রুশো ফিরলেও হাফ সেঞ্চুরি তুলে নেন শামসুর। ৪৩ বলে ৫২ রান করা শামসুরকে ফেরান কামরুল ইসলাম রাব্বি।


এরপর নাজিবুল্লাহ জাদরানকেও (৪) দ্রুত ফেরান রাব্বি। উইকেটে আছেন অধিনায়ক মুশফিকুর রহিম ও রবি ফ্রাইলিঙ্ক।


রুশো-শামসুরে খুলনার স্বপ্ন অব্যাহতঃ



promotional_ad

মাত্র ১১ রানে দুই উইকেট পড়ার পর খুলনার হাল ধরেন শামসুর রহমান শুভ ও রাইলি রুশো। আস্থার সঙ্গে ব্যাট চালিয়ে দুজনে মিলে গড়েন ৭৪ রানের জুটি।


খুলনার দুই ওপেনার সাজঘরেঃ


বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওভারের মধ্যেই দুই ওপেনারকে হারিয়েছে খুলনা। নাজমুল হোসেন শান্তকে (০) ফিরিয়েছেন মোহাম্মদ ইরফান। আবু জায়েদের বলে ফিরে যান মেহেদী হাসান মিরাজ (২)।


সংক্ষিপ্ত স্কোরঃ


রাজশাহী রয়্যালসঃ ১৭০/৪ (২০ ওভার)
(শুক্কুর ৫২, নাওয়াজ ৪১*, রাসেল ২৭*; আমির ২/৩৫)
খুলনা টাইগার্সঃ ১০৬/৫ (১৪ ওভার)
(মুশফিক ৪*, ফ্রাইলিঙ্ক ১*)


রাজশাহী রয়্যালস একাদশঃ



লিটন দাস, আফিফ হোসেন, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), অলক কাপালি, শোয়েব মালিক, আন্দ্রে রাসেল (অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, ফরহাদ রেজা, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহি ও মোহাম্মদ ইরফান। 


খুলনা টাইগার্স একাদশঃ


নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, রাইলি রুশো, শামসুর রহমান, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাজিবউল্লাহ জাদরান, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, শফিউল ইসলাম, শহিদুল ইসলাম ও তানভীর ইসলাম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball