লন্ডন থেকে আসছে বঙ্গবন্ধু বিপিএলের ট্রফি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলকে বিশেষভাবে আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই এবারের ট্রফি নিয়েও বিশেষ পরিকল্পনা ছিল বিপিএল গভর্নিং কাউন্সিলের।
এবারের ট্রফি নিয়ে আসা হচ্ছে লন্ডন থেকে। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

১৭ জানুয়ারি পর্দা নামবে বঙ্গবন্ধু বিপিএলের। আগের দিন ট্রফি নিয়ে আসা হবে বাংলাদেশে। শেখ সোহেল বলেন, ‘বিপিএলের ট্রফিটা বিদেশ থেকে আসছে। লন্ডন থেকে আনা হচ্ছে। ফাইনালের আগের দিন (আগামীকাল) আসবে। এরপর ফাইনালের দিন দেখা যাবে।’
এবারের বিপিএলকে জাকজমকপূর্ণ করার চেষ্টার কমতি ছিল না বিসিবির। ৮ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে নিয়ে আসা হয় সালমান খান এবং ক্যাটরিনা কাইফকে। সঙ্গে ছিলেন সঙ্গীত শিল্পী জেমস ও ভারতের সনু নিগম, কৈলাশ খেররা।
বঙ্গবন্ধু বিপিএলের প্রথম দল হিসেবে ফাইনালে ওঠেছে খুলনা টাইগার্স। দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিতে বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লড়ছে রাজশাহী রয়্যালস এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।