গেইল খেললে আশেপাশেও কেউ দাঁড়াতে পারবে নাঃ মুক্তার

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ক্রিস গেইলের কাছে বড় ইনিংসের প্রত্যাশা করছেন মুক্তার আলী। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে এখন পর্যন্ত ৩টি ম্যাচ খেলেছেন ক্যারিবিয়ান ওপেনার গেইল। যদিও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি।
রাজশাহী রয়্যালসের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ২৩ রান করে করেছেন গেইল। এরপর ঢাকা প্লাটুনের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে ৩৮ রান করেন ক্যারিবীয় এই ব্যাটিং ঝড়। কিন্তু এই ইনিংস খেলার পথে ৪৯টি বল খেলেন তিনি, যা গেইলের স্বভাববিরুদ্ধ।

চট্টগ্রামের ৩০ বছর বয়সী অলরাউন্ডার মুক্তার অবশ্য গেইলকে নিয়ে আশাহত হচ্ছেন না। তাঁর বিশ্বাস, রাজশাহী রয়্যালসের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে জ্বলে উঠবেন ক্যারিবিয়ান ব্যাটিং তারকা। তাঁর মতে, গেইল ভালো কিছু করলে প্রতিপক্ষ দাঁড়াতেই পারবে না তাদের সামনে।
এ প্রসঙ্গে মুক্তার বলেন, ‘আসলে প্রথম দিকে আমাদের দলে যারা খেলেছে, তারা সেভাবে ভালো খেলতে পারেনি। পরবর্তীতে তারা ভালো খেলেছে। গেইল আসাতে আমাদের একটা আত্মবিশ্বাস জন্মায় যে সে খেলছে, যেদিন গেইল খেলবে আর কারো খেলা লাগবে না। এখন ইমরুল ভাই, রিয়াদ ভাই সবাই মোটামুটি ভালো খেলছে। গেইল পরের ম্যাচে আমাদের কিছু একটা করে দিলে, আমাদের আসেপাশেও কেউ দাঁড়াতে পারবে না।’
বুধবার (১৫ জানুয়ারি) বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং রাজশাহী রয়্যালস। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি।