আইপিএলই ধোনির ভাগ্য নির্ধারক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনিকে। তবে চলতি বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আবারো জাতীয় দলে ফিরতে পারেন তিনি।
যদিও এর জন্য আসন্ন আইপিএলে ভালো পারফরম্যান্স করতে হবে ধোনিকে। ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী এমনটাই নিশ্চিত করেছেন। ধোনির জাতীয় দলে খেলা প্রসঙ্গে শাস্ত্রী বলেন, 'সে নিঃসন্দেহে আইপিএল খেলবে। ধোনি সম্পর্কে আমি কেবল একটা কথা জানি যে, সে স্কোয়াডে ঢোকার জন্য জোর করবে না। তবে যদি সে আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে তখন তার সম্পর্কে বিবেচনা করা যাবে।'

৩৮ বছর বয়সী ধোনির অবসর নিয়ে দীর্ঘ দিন থেকেই গুঞ্জন চলে আসছে। এই ব্যাপারে তাঁর সঙ্গে আলাপ করেছেন প্রধান কোচ শাস্ত্রীও। তিনি বলেন, ‘আমি ধোনির সঙ্গে আলোচনা করেছি। সে বলেছে, সে তার টেস্ট ক্যারিয়ারের ইতি টেনেছে, সে হয়তো শিগগিরই ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানবে। তাই সে টি-টোয়েন্টি থেকেও অবসর নেবে।'
ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই ধোনির অবসর নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়। বিশ্বকাপে আট ইনিংসে ৪৫.৫০ গড়ে ২৭৩ রান করা এই উইকেটরক্ষক ব্যাটসম্যান গত ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজের নাম সরিয়ে নেয়ার পরই মূলত গুঞ্জন বাড়ে তাঁর অবসরের।
ধোনি অবশ্য বরাবরই এই ব্যাপারে চুপ ছিলেন। ঠিক কবে অবসর নিচ্ছেন এই ব্যাপারে কোনো কিছুই খোলাসা করেননি ভারতের হয়ে প্রায় ১৬ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা ধোনি।