নিজেদের শেষ ম্যাচ রাঙাতে পারবে ওয়াটসনরা?

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকার তৃতীয় পর্বে শুক্রবারের (১০ জানুয়ারি) প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ঢাকা প্লাটুন এবং রংপুর রেঞ্জার্স। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দুই টায় শুরু হবে ম্যাচটি।
চলতি বিপিএলে এখন পর্যন্ত দশটি ম্যাচ খেলেছে ঢাকা। সাতটি জয় নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে মাশরাফি বিন মুর্তজার দল। ইতোমধ্যেই প্লে অফ নিশ্চিত করেছে ঢাকা।
অপরদিকে ১১টি ম্যাচ খেলে চারটি জয় পেয়েছে রংপুর। শেন ওয়াটসনের দলকে গত ম্যাচে হারিয়েই প্লে অফে ওঠে ঢাকা। রংপুর অবশ্য শুরু থেকেই প্লে অফের রাস্তায় ছিল না।

টানা হারে বিপিএল শুরু করে দলটি। আসরের মাঝে ওয়াটসন দলটির সঙ্গে যোগ দিলে অবশ্য এই দলের পারফরম্যান্সে কিছুটা উন্নতি হয়। যদিও শেষ পর্যন্ত প্লে অফে ওঠা হলো না রংপুরের।
ঢাকা প্লাটুন স্কোয়াডঃ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদি হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, রকিবুল হাসান, জাকির আলী, থিসারা পেরেরা, লরি ইভান্স, ওয়াহাব রিয়াজ, আহমেদ শেহজাদ, ফাহিম আশরাফ, আসিফ আলী, লুইস রিস ও শহীদ আফ্রিদি।
রংপুর রেঞ্জার্স স্কোয়াডঃ শেন ওয়াটসন (অধিনায়ক), মোহাম্মদ নবি, মুস্তাফিজুর রহমান, নাইম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম অমি, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে রাব্বি, নাদিফ চৌধুরী, সঞ্জিত সাহা, রিশাদ হোসেন, লুইস গ্রেগরি, টম অ্যাবল, ক্যামেরন ডেলপোর্ট, মোহাম্মদ শেহজাদ ও জুনায়েদ খান।