promotional_ad

তামিমের অ্যাঙ্কর রোলে খুশি সালাহউদ্দিন

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তামিম ইকবালকে বোলারদের উপর চড়াও হয়ে খেলতে দেখা গেছে খুব কমই। প্রায় প্রতিটি ম্যাচেই শুরুতে ধীরস্থিরভাবে খেলেছেন তিনি। উইকেটে থিতু হওয়ার পর হাত খুলে খেলছেন এই বাঁহাতি ওপেনার।


তামিমকে এমন ব্যাটিংয়ের রোল দেয়নি ঢাকা প্লাটুন। দলটির কোচ মোহাম্মদ সালাহউদ্দিন জানিয়েছেন, উইকেটে থাকাটাই সবচেয়ে জরুরী। তামিম যেহেতু ব্যাট হাতে সফল হচ্ছেন, তাই তামিমের এই রোল নিয়ে দারুণ আনন্দিত ঢাকার এই কোচ।


promotional_ad

সালাহউদ্দিন বলেছেন, ‘অ্যাঙ্কর রোল (তামিমের ব্যাপারে) আসলে সেভাবে কাউকে দেয়া হয় না। আমার কাছে মনে হয় উইকেটে থাকাটা খুব বেশি জরুরী। কারণ তামিমের যে সামর্থ্য আছে। হয়তো শেষের দিকে সে এটা কাভার করতো এবং সেটা করছে। এই কারণে তাকে নিয়ে খুশি।’


চলতি বিপিএলে ৮ ম্যাচে ৩ হাফ সেঞ্চুরিতে ৩১৮ রান করেছেন তামিম। টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় ৬ নম্বরে আছেন জাতীয় দলের অভিজ্ঞ এই ওপেনার। গড়টাও চোখে পড়ার মতো, ৫৩।


তামিম যেহেতু লম্বা সময় ধরে ব্যাটিং করতে পারেন, তাই তাঁর কাছ থেকে এই ভূমিকাটাই আশা করেন ঢাকা প্লাটুনের কোচ সালাহউদ্দিন। তামিম যতোক্ষণ উইকেটে থাকবেন, দলের জন্য সেটা ততো ভালো বলে মনে করেন সালাহউদ্দিন। কারণ, দলটিতে নিচের দিকে থিসারা পেরেরা, আসিফ আলীদের মতো হার্ড হিটাররা আছেন। যারা দ্রুত রান তুলতে পারেন।


সালাহউদ্দিনের ভাষ্যমতে, ‘আমাদের দলটি যেভাবে করা হয়েছে, এখানে তামিমের আলাদা একটা ভূমিকা আছে। কারণ আমার মনে হয় তামিম যতোক্ষণ উইকেটে থাকবে, ততোক্ষণ আমাদের জন্য সুবিধা থাকবে। কারণ আমার কাছে মনে হয় নিচে অনেক পাওয়ার হিটার আছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball