বিপিএলে মুখোমুখি গেইল-রাসেল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) হাইভোল্টেজ ম্যাচে আজ (৭ জানুয়ারি) মুখোমুখি হচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল রাজশাহী রয়্যালস এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
চট্টগ্রাম শিবিরে যোগ দিয়েছেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল। প্লে অফের আগে এই তারকার আগমন বাড়তি প্রশান্তি দিচ্ছে দলটিকে। রাজশাহীর বিপক্ষে ম্যাচ জিতে সেরা দুইয়ে থাকা নিশ্চিত করতে চায় চট্টগ্রাম।
এই ম্যাচ দিয়ে আবারও মাঠে ফেরার কথা রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে চলতি বিপিএলে বেশিরভাগ ম্যাচই মিস করেছেন তিনি।

নেট রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে রাজশাহী রয়্যালসের। চট্টগ্রামের বিপক্ষে জিতলে শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করবে আন্দ্রে রাসেলের নেতৃত্বাধীন দলটি।
সিলেট পর্বে রাজশাহী এবং চট্টগ্রাম দুই দলই নিজেদের দুই ম্যাচে জিতেছে। রাজশাহীর দুই ওপেনার লিটন-আফিফ প্রায় প্রতি ম্যাচেই এনে দিচ্ছেন উড়ন্ত সূচনা। অধিনায়ক আন্দ্রে রাসেল ব্যাট-বল উভয় বিভাগে রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
এ ছাড়া শোয়েব মালিক, রবি বোপারারা জ্বলে উঠছেন দলের প্রয়োজনে। তাই দলটির প্রধান শক্তিই দলগত নৈপুণ্য। চলতি বিপিএলে ধারাবাহিক ভাবে পারফরম্যান্স করেছেন ইমরুল কায়েস, মুক্তার আলী, চ্যাডউইক ওয়ালটন, কেসরিক উইলিয়ামরা।
বল হাতে নিয়মিত আলো ছড়াচ্ছেন মেহেদী হাসান রানা। রাজশাহী শীর্ষ দল হলেও তাদের ছেড়ে কথা বলবে না চট্টগ্রাম। রাজশাহীকে হারাতে পারলেই পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নেবে চট্টগ্রাম।
রাজশাহী রয়্যালসঃ লিটন দাস, আফিফ হোসেন, আন্দ্রে রাসেল (অধিনায়ক), আবু জায়েদ রাহি, মিনহাজুল আবেদীন আফ্রিদি, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলক কাপালি, কামরুল ইসলাম রাব্বি, নাহিদুল ইসলাম, ইরফান শুক্কুর, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ইরফান, রবি বোপারা, হযরতউল্লাহ জাজাই ও শোয়েব মালিক।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঃ লেন্ডল সিমন্স, জুনায়েদ সিদ্দিকী, চ্যাডউইক ওয়ালটন, রায়ান বার্ল, নুরুল হাসান সোহান, জিয়াউর রহমান, লিয়াম প্লাঙ্কেট, পিনাক ঘোষ, রুবেল হোসেন, মেহেদী হাসান রানা, নাসুম আহমেদ, এনামুল হক জুনিয়র , রায়াদ এমরিত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, নাসির হোসেন, মুক্তার আলী, জুবায়ের হোসেন, ইমাদ ওয়াসিম, আভিস্কা ফার্নান্দো, কেসরিক উইলিয়ামস ও মুহাম্মদ মুসা।