promotional_ad

দিনের সেরাঃ আফিফ হোসেন ধ্রুব

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটছে আফিফ হোসেন ধ্রুবর। ১০ ম্যাচ খেলে ৩০৬ রান করেছেন তিনি। করেছেন একটি হাফ সেঞ্চুরি। শনিবার সিলেট থান্ডারের বিপক্ষে দ্বিতীয় হাফ সেঞ্চুরিটা পেতে পারতেন তিনি।


৪৬ রান করে রান আউট হয়ে ফিরলে অধরাই থাকে তাঁর দ্বিতীয় হাফ সেঞ্চুরি। তবে ৩০ বলের এই ইনিংসে দলকে প্লে অফে পৌঁছে দিয়েছেন আফিফ। তাঁর এই ইনিংসে ভর করেই সিলেটকে ৬ উইকেটে হারিয়ে চলতি বিপিএলে সপ্তম জয় তুলে নিয়েছে রাজশাহী। 



promotional_ad

সেই সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে দলটি। এমন পারফরম্যান্সের পর ম্যাচ সেরাও হয়েছেন আফিফ। সিলেটের দেয়া ১৪৪ রানের মাঝারি লক্ষ্যে খেলতে নেমে দ্রুত রান নেওয়ার চেষ্টা করে রাজশাহীর দুই ওপেনার লিটন দাস ও আফিফ হোসেন। 


বরাবরের মতই বিধ্বংসী ব্যাটিং করে ৫৯ রানের জুটি গড়েন এই দুজনে। ২০ বলে ৩৬ রান যোগ করে আউট হন লিটন। তবে একপ্রান্ত আগলে রেখে খেলেছেন আফিফ। পাওয়ার প্লের আক্রমণাত্মক ব্যাটিংয়ের পর দেখেশুনে খেলা শুরু করেন। 


ম্যাচ শেষ করে আসার চেষ্টা করেন শোয়েব মালিককে নিয়ে। তবে রান আউট হলে ম্যাচ শেষ করে আসতে পারেননি আফিফ। খানিক পর মালিকও ফিরে গেছেন ২৭ রান করে। ইরফান শুক্কুর ফেরেন ১০ রান করে। 



পঞ্চম উইকেটে রবি বোপারা এবং মোহাম্মদ নওয়াজ রাজশাহীকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তবে আফিফের ইনিংসটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে রাজশাহীর এই জয়ে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball