ব্যাটসম্যানের নাম দেখে বোলিং করেন না রানা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বিপিএলে বল হাতে আলো ছড়িয়ে চলেছেন মেহেদী হাসান রানা। গতি, লাইন লেংথ এবং ভারসাম্য দিয়ে সকলের নজর কেড়েছেন বাঁহাতি এই পেসার। চলতি বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তরুণ এই বোলার।
শনিবার খুলনা টাইগার্সকে হারানোর পেছনে চট্টগ্রামের নায়ক ছিলেন মেহেদী হাসান। ৩টি উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। এবারের আসরে এর আগেও টানা দুইবার ম্যাচসেরা হয়েছেন তিনি।

চট্টগ্রামের বিপক্ষে বিপিএল অভিষেক হয়েছে হাশিম আমলার। বাউন্ডারি হাঁকিয়ে ইনিংস শুরু করা প্রোটিয়া এই ব্যাটসম্যানকে দারুণ একটি ডেলিভারিতে বোল্ড করেন মেহেদী।
ম্যাচ শেষে তিনি জানান, ব্যাটসম্যানের নাম দেখে বোলিং করেন না তিনি। নিজের শক্তির জায়গাকে কাজে লাগিয়ে সফল হওয়া মেহেদী সামনের ম্যাচগুলোতেও ভালো করার প্রত্যাশার কথা জানিয়েছেন।
চট্টগ্রামের প্লে-অফ নিশ্চিত হওয়ার দিন সংবাদ সম্মেলনে মেহেদী বলেন, ‘আসলে ব্যাটসম্যান যখন নামে, আমি চিন্তা করি না কে আমলা, কে অন্য কেউ। আমি শুধু চিন্তা করি আমার শক্তি অনুযায়ী বোলিং করার। আর সেটা করেই আমি সাফল্য পাচ্ছি।’
বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার এখন মেহেদী। আসর শুরুর আগে থেকে নিজেকে প্রস্তুত করেছেন তিনি। আগে থেকে সব প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে এখন ভালো বোলিং হচ্ছে বলে মনে করেন তিনি।
তরুণ এই পেসার বলেন, ‘বিপিএলের আগেও একই রকম ছিলাম। হয়তো তখন সেভাবে সুযোগ আসেনি। সুযোগের জন্য অপেক্ষা করছিলাম। যেটা এসেছে, এর জন্য আমি প্রস্তুত ছিলাম। তাই ভালো হচ্ছে।’