টসে জিতলেন ফ্লেচার

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩৪তম ম্যাচে আজ রাজশাহী রয়্যালসের বিপক্ষে মাঠে নামছে সিলেট থান্ডার। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

ইতোমধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেট থান্ডার অধিনায়ক আন্দ্রে ফ্লেচার। ফলে আগে ব্যাটিং করবে সিলেট।
রাজশাহী রয়্যালস: লিটন দাস, আফিফ হোসেন, আন্দ্রে রাসেল (অধিনায়ক), আবু জায়েদ রাহি, মিনহাজুল আবেদীন আফ্রিদি, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলক কাপালি, কামরুল ইসলাম রাব্বি, নাহিদুল ইসলাম, ইরফান শুক্কুর, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ইরফান, রবি বোপারা, হযরতউল্লাহ জাজাই ও শোয়েব মালিক।
সিলেট থান্ডার স্কোয়াড: মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, রনি তালুকদার, নাঈম হাসান, দেলোয়ার হোসেন, মনির হোসেন খান, রুবেল মিয়া ও এবাদত হোসেন। শেরফান রাদারফোর্ড, শফিকউল্লাহ শাফাক, নাভীন উল হক, জীবন মেন্ডিস, শেলডন কটরেল ও মোহাম্মদ সামি।