promotional_ad

ওয়াটসনের কাছ থেকে শেখার আছেঃ জহুরুল

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে এসে প্রথম চার ইনিংসেই ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন শেন ওয়াটসন। চার ইনিংস মিলিয়ে করেন মাত্র ১৫ রান। শুক্রবার সিলেট থান্ডারের বিপক্ষে ৩৬ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলেছেন রংপুর রেঞ্জার্স অধিনায়ক।


সিলেটের ক্যারিবীয় অলরাউন্ডার শেরফান রাদারফোর্ডের মাথার ওপর দিয়ে ছয় ও চার মেরে বিপিএলের প্রথম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ওয়াটসনের ইনিংসে ভর করেই রংপুর করে ১৯৯ রান। এরপর তাঁরা ম্যাচ জিতেছে ৩৮ রানের ব্যবধানে।



promotional_ad

ম্যাচ শেষে সতীর্থ জহুরুল ইসলাম অমি প্রশংসায় ভাসিয়েছেন ওয়াটসনকে। তিনি মনে করেন ওয়াটসনের অধিনায়কত্ব নয় তাঁর খেলোয়াড় সুলভ আচরণই তাদের অনুপ্রাণিত করছে বেশি। 


জহুরুল বলেছেন, 'ওর ক্যাপ্টেন্সি না। অফ দ্য ফিল্ড বা অন দ্য ফিল্ডে ওর কাছ থেকে অনেক শেখার আছে। সে ৩৬০/৭০ টি ম্যাচ খেলেছে। সব বড় লেভেলের ম্যাচ খেলেছে। শুধু ক্যাপ্টেন্সি না, আমাদের সাথে যে টিম মিটিং বা চলাফেরায় ছোটো খাটো টিপস দেয়া এগুলো থেকে অনেক কিছু শেখা যায়।'


গত চার ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও ওয়াটসনের শারীরিক ভাষা এক রকমই ছিল বলে জানিয়েছেন জহুরুল, 'গত চারটা ম্যাচে রান করেনি কিন্তু ওর চলাফেরায় কোনো চেঞ্জ আসেনি। ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে অনেক কিছু শেখা যায়। ওরা বড় প্লেয়ার হয়েছে এসব গুণের জন্য।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball