promotional_ad

নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট নন আল আমিন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বঙ্গবন্ধু বিপিএলে নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন আল-আমিন জুনিয়র। রংপুর রেঞ্জার্সের এই ব্যাটিং অলরাউন্ডার এখন পর্যন্ত নিজের নামের সঙ্গে সুবিচার করতে পারেননি। রাজশাহী রয়্যালসের বিপক্ষে শেষ ম্যাচেও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।


রাজশাহীর দেয়া ১৮০ রানের লক্ষ্যে খেলতে নেমে ১২৫ রানের মাথায় ৬ উইকেট হারা রংপুর। সে সময় শেষ স্পেশালিষ্ট ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নামেন আল আমিন। কিন্তু ১৭ বলে ১৮ রান করে মোহাম্মদ ইরফানের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। 



promotional_ad

আল আমিনের মতে ব্যাটিং অর্ডার পরিবর্তন করলে উন্নতি হবে তাঁর ব্যাটিংয়ে। তিনি বলেন, ‘ব্যাটিং অলরাউন্ডার হিসেবে নিজেকে অবশ্যই প্রমাণ করতে পারছি না। একজন ব্যাটসম্যান হিসেবে যতটুকু করার, তেমনটা হয়তো হয়নি। ব্যাটিং যদি আরেকটু উপরে করতে পারি, তাহলে আমার মনে হয় ভালো হবে।’ 


মোহাম্মদ নবির সঙ্গে উইকেটে শেষ পর্যন্ত টিকে থাকতে পারলে রাজশাহীর বিপক্ষে জয় ছিনিয়ে আনা সম্ভব হতো, বিশ্বাস আল আমিনের। কিন্তু মাত্র ৫ রান করে নবি আউট হন। দ্রুত ফেরেন আল আমিনও। পরবর্তীতে রংপুরের পরাজয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।


আল আমিন বলছেন, ‘আমার কাছে মনে হয়েছে যে যদি নবি আর আমি আরেকটু ব্যাটিং করতে পারতাম বা শেষ পর্যন্ত যদি খেলতে পারতাম তাহলে হয়তো জেতা সম্ভব ছিল। এই সব খেলায় যদি পর পর দুটি উইকেট পড়ে যায় তাহলে সেটা কঠিন হয়।’



রাজশাহীর বিপক্ষে ৩০ রানের পরাজয়ের পর প্লে অফের স্বপ্ন ধূসর হয়ে গেছে রংপুরের। শেষ চারে যেতে হলে বাকি ম্যাচগুলোতে জয়ের পাশাপাশি অন্যান্য দলগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball