রান আটকে সফল নাসুম

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ব্যাটসম্যানদের বিপক্ষে যতটা সম্ভব কম রান দেয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামেন নাসুম আহমেদ। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এই বাঁহাতি স্পিনারের মতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের রানে বাঁধ দিতে পারলে একটা সময় সাফল্য ধরা দিবেই।
চলমান বঙ্গবন্ধু বিপিএলে বল হাতে দারুণ পারফর্ম করছেন ২৫ বছর বয়সী নাসুম। ৮ ম্যাচে ৩ উইকেট পেলেও এখন পর্যন্ত বেশ মিতব্যায়ি বোলিং করেছেন তিনি। সবমিলিয়ে ২৭ ওভারে তাঁর বোলিং ইকোনমি রেট মাত্র ৭.৩৭।

নিজের বোলিং প্রসঙ্গে নাসুম বলেন, 'আমার লক্ষ্য থাকে ব্যাটসম্যানকে রান না দিয়ে বোলিং করা। আমার বোলিংয়ের সবচেয়ে শক্তির জায়গায় আমি ভেতরে খুব ভালো বল করতে পারি। আর্ম বল খুব ভালো করতে পারি আমি।
সিলেটে জন্মগ্রহণ করলেও বিপিএলে নাসুমের ঠিকানা হয়েছে চট্টগ্রামে। যদিও এই বিষয়টি নিয়ে তেমন ভাবছেন না তিনি। নাসুমের ভাষ্যমতে, 'অবশ্যই সিলেটের হয়ে খেললে বেশি ভালো লাগতো, যেহেতু নিজের বিভাগের দল। দুর্ভাগ্যবশত হয়নি, তবে চট্টগ্রামে আছি এবং খেলছি। এখানেও ভালো লাগছে।'
আগামী শনিবার (৪ ডিসেম্বর) খুলনা টাইগার্সের বিপক্ষে নিজেদের দশ নম্বর ম্যাচ খেলতে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এখন পর্যন্ত ৯ ম্যাচে ৬ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে চট্টগ্রাম।