promotional_ad

সাকিব সবার চেয়ে আলাদাঃ গিবস

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সাকিব আল হাসানকে বাংলাদেশের অন্যান্য ক্রিকেটারদের চেয়ে ভিন্ন ধাঁচের বলে মনে করেন হার্শেল গিবস। দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি ব্যাটসম্যানের বিশ্বাস পরিস্থিতি বুঝে খেলার ক্ষমতার দিক থেকে সাকিবের ধারেকাছে কেউ নেই।


চলমান বঙ্গবন্ধু বিপিএলে সিলেট থান্ডারের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন গিবস। স্থানীয়দের ক্রিকেটারদের সামনে সাকিবকে উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি বলেন, 'সাকিব অন্যদের চেয়ে একেবারেই আলাদা। অন্যদের চেয়ে তাঁর খেলাটি বুঝার ক্ষমতাও ভিন্ন। এই কারণে সে অনেক ভালো করেছে। সে সর্বদা পরিস্থিতি পড়তে পারে এবং গত কয়েক বছরে অনেক উন্নতি করেছে। এই কারণে সে অনেক ধারাবাহিক যেকোনো ফরম্যাটের ক্রিকেটে।'



promotional_ad

গত ওয়ানডে বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন আইসিসির নিষেধাজ্ঞা পাওয়া সাকিব। তাঁর ব্যাটিং কারিশমার বন্দনায় মেতে ছিল গোটা ক্রিকেট বিশ্ব। গিবসের মতে মানসিকতার দিক থেকে যথেষ্ট পরিণত সাকিব নিজের সামর্থ্যের জানান দিয়েছেন যথাযথভাবেই।


সিলেট থান্ডারের কোচের ভাষ্যমতে, 'সাকিবের খেলা এবং পরিস্থিতি বুঝার ক্ষমতা গত কয়েক বছরে অনেক উন্নতি হয়েছে। তাঁর দিকে তাকিয়ে দেখুন। বিশ্বকাপেও সে যেভাবে খেলেছে তা অসাধারণ। সে কখনও মনে করে না যে প্রথম বল থেকে তাঁকে মেরে খেলতে হবে। তাঁর ইনিংস শুরু করার ক্ষমতা দুর্দান্ত।' 


সাবেক এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান টোটকা দিয়েছেন স্থানীয় ক্রিকেটারদেরও। তাঁর মতে স্থানীয়দের পরবর্তী পর্যায়ে নিজেদের খেলাটি নিতে হলে মানসিক দিক থেকে উন্নতি করতে হবে। এই ব্যাপারটি নিয়ে তাদের সঙ্গে কাজ করার কথাও উল্লেখ করেন তিনি। 



গিবস বলেন, 'আমার মতে স্থানীয় ক্রিকেটারদের খেলাটিকে অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য উন্নতি করা দরকার। এটাই হলো মানসিক দিক। আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি এই ব্যাপারে। আমি যদি তাদের কথা বুঝতে পারি তাহলে অবশ্যই সাহায্য করতে পারবো।'  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball