সিলেটেও ফেরা হচ্ছে না মাহমুদউল্লাহর!

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অনিয়মিত মাহমুদউল্লাহ রিয়াদ। চট্টগ্রাম পর্ব শেষে ঢাকার দ্বিতীয় পর্বে তাঁর খেলার কথা ছিল। তবে চোট সেরে না ওঠায় সেটা হয়নি। সিলেট পর্বেও ফেরা হচ্ছে না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অধিনায়কের।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মিডিয়া ম্যানেজার আহমেদ রাকিব জানিয়েছেন, সিলেট পর্ব শেষে মাঠে ফিরতে পারেন মাহমুদউল্লাহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও তাঁর দেখভাল করছেন। ফিজিওর অনুমতি পেলে মাঠে ফিরবেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

রাকিব বলেন, ‘মাহমুদউল্লাহ মাঠে ফিরতে বিসিবির ফিজিওর সবুজ সঙ্কেতের অপেক্ষায় আছেন এবং তাঁকে নিয়ে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। মাহমুদউল্লাহ যদি সিলেট পর্বে না খেলতে পারেন, তবে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে খেলবেন।’
মঙ্গলবার কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কত্ব করেছেন নুরুল হাসান সোহান। বঙ্গবন্ধু বিপিএলে তিনি দলটির চতুর্থ অধিনায়ক। এর আগে রায়াদ এমরিট, ইমরুল কায়েস দলটির অধিনায়কত্ব করেছেন নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহর অনুপস্থিতিতে।
আগের দুই ম্যাচে অধিনায়কত্ব করা ইমরুল কায়েস ইনজুরিতে পড়েছেন। এর ফলে অধিনায়কত্ব পেয়েছেন নুরুল হাসান সোহান। ইমরুলও হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন।