promotional_ad

চট্টগ্রামকে অল্প রানে আটকে দিলেন সৌম্য-মুজিবরা

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে বল হাতে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন কুমিল্লা ওয়ারিয়র্সের বোলাররা। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বঙ্গবন্ধু বিপিএলের ২৭তম ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে মাত্র ১৫৯ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম। 


চট্টগ্রামকে এত অল্প রানে আটকে রাখার পেছনে মুখ্য ভূমিকা রাখেন সৌম্য সরকার এবং আফগানিস্তানের তারকা স্পিনার মুজিব উর রহমান। ৪ ওভার খরচায় মাত্র ২০ রানে ২ উইকেট নেন সৌম্য। যেখানে ৪ ওভার বোলিং করে উইকেট শূন্য থাকলেও মাত্র ১৮ রান দেন মুজিব। এছাড়া একটি করে উইকেট নেন আল-আমিন হোসেন, ডেভিড উইসে এবং সানজামুল ইসলাম। 


মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতে টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান কুমিল্লার অধিনায়ক ডেভিড মালান। এরপর খেলতে নেমে ১০৩ রানের উদ্বোধনী জুটি গড়েন দুই ওপেনার লেন্ডল সিমন্স এবং জুনায়েদ সিদ্দিকি।



promotional_ad

ইনিংসের ১২তম ওভারে বোলিংয়ে এসে সিমন্সকে সানজামুল ইসলামের হাতে ক্যাচ বানিয়ে ব্রেক থ্রু এনে দেন সৌম্য সরকার। ফেরার আগে ২ ছক্কা এবং ৫ চারের সাহায্যে মাত্র ৩৪ বলে ৫৪ রান করেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান সিমন্স।   


দ্রুত ফিরতে হয় ইমরুল কায়েসের পরিবর্তে খেলতে নামা জুনায়েদকেও। ১৩তম ওভারের প্রথম বলে দুর্ভাগ্যবশত রান আউটের শিকার হওয়ায় হাফ সেঞ্চুরির দেখা পাননি তিনি। মুজিব উর রহমানের দারুণ একটি থ্রোতে ৩৭ বলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার।


দলীয় ১১৬ রানের মধ্যে রায়ান বার্ল এবং চ্যাডউইক ওয়ালটন ফিরলে বিপদ বাড়ে চট্টগ্রামের। পঞ্চম উইকেটে জিয়াউর রহমানকে সঙ্গে নিয়ে ২৩ রানের জুটি গড়েন অধিনায়ক নুরুল হাসান সোহান। একই সঙ্গে দলকে কিছুটা বিপদমুক্ত করেন তারা। কিন্তু ১৯তম ওভারের দ্বিতীয় বলে সোহানকে (৪) বোল্ড করে জুটি ভাঙেন ডেভিড উইসে।


আল-আমিন হোসেনের করা শেষ ওভারের দ্বিতীয় বলে লিয়াম প্ল্যাঙ্কেট সৌম্যর হাতে ক্যাচ দিলে ষষ্ঠ উইকেটের পতন ঘটে চট্টগ্রামের। পরবর্তীতে আর বেশিদূর যেতে পারেনি তারা। ইনিংসের শেষ পর্যন্ত ২১ বলে চার ছক্কার সাহায্যে ৩৪ রানে অপরাজিত থাকেন ৩৩ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান জিয়াউর রহমান। 



সংক্ষিপ্ত স্কোরঃ 


চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঃ ১৫৯/৬ (২০ ওভার) (সিমন্স ৫৪, জুনায়েদ ৪৫; সৌম্য ২/২০, উইসে ১/২৬) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball