টিকে থাকতে জয়ের বিকল্প নেইঃ সালাহউদ্দিন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সাত ম্যাচে চারটিতে জয় পেয়েছে ঢাকা প্লাটুন। পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে মাশরাফি বিন মুর্তজার দল। প্লে অফে জায়গা করে নিতে বাকি ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই বলে মনে করেন ঢাকা প্লাটুনের প্রধান কোচ মোহাম্মদ সাল???হউদ্দিন।
নিজেদের পরবর্তী ম্যাচে ৩০ ডিসেম্বর (সোমবার) রাজশাহী রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে ঢাকা। এই ম্যাচটিকে বিশেষ গুরুত্বের সঙ্গে নিচ্ছেন সালাহউদ্দিনের শিষ্যরা। সর্বশেষ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে ঢাকা। ম্যাচটিতে তাঁর দল ভালো খেলেনি, এটা স্বীকার করে নিয়েছেন সালাহউদ্দিন।

ঢাকা প্লাটুনের কোচ বলেছেন, ‘রাজশাহী টুর্নামেন্টে বেশ ভালো খেলছে। আমার মনে হয় তারা অন্যতম ফেভারিট। আমি মনে করি ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, টুর্নামেন্টে টিকে থাকতে হলে জেতার বিকল্প নেই আমাদের। আশা করি আমরা ভালো খেলব। শেষ ম্যাচটা আমরা খুব ভালো খেলতে পারিনি, আমাদের ব্যাটসম্যানরা যদি আরেকটু ভালো খেলে আশাকরি ভালো কিছু হবে।’
ঢাকা প্লাটুনের বেশিরভাগ ব্যাটসম্যানই ফর্মে নেই। বল হাতেও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছেন না মাশরাফি বিন মুর্তজা-হাসান মাহমুদরা। অবশ্য সালাহউদ্দিন মনে করেন, তাঁর দল বোলিং লাইনআপের দিক দিয়ে বেশ ভারসাম্যপূর্ণ। তাই নিজেদের বোলিং নিয়ে চিন্তিত নন ঢাকা প্লাটুনের কোচ।
সালাহউদ্দিন বলেন, ‘বোলিংয়ে তো আমি মনে করি আমাদের বেশ ব্যালেন্সড দল। বোলিং নিয়ে আমি খুব বেশি চিন্তিত নই। আমাদের ব্যাটিং আরও ভালো করতে হবে। টপ অর্ডারকে আরও ভালো করতে হবে, তবেই আমরা ভালো করতে পারব।’