স্টেইনের মতে ম্যাক্সওয়েলও ‘মিঃ ৩৬০ ডিগ্রি’

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইন মনে করেন, গ্লেন ম্যাক্সওয়েলকে সহজেই ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান বলা যেতে পারে। প্রোটিয়া পেসারের মতে, এবি ডি ভিলিয়ার্সের মতো কোনো ব্যাটসম্যান তুলনায় না থাকলে ম্যাক্সওয়েলকে ৩৬০ ডিগ্রি বলা যেতেই পারে।
চলতি বিগব্যাশে মেলবোর্ন স্টার্সের ড্রেসিংরুম ভাগাভাগি করছেন স্টেইন-ম্যাক্সওয়েল। এর ফলে খুব কাছে থেকে ম্যাক্সওয়েলকে দেখার সুযোগ হয়েছে স্টেইনের। তাই সামনে থেকে অনুধাবন করেই ম্যাক্সওয়েলকে ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান বলছেন এই প্রোটিয়া পেসার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ম্যাক্সওয়েলকে নিয়ে স্টেইন বলেন, ‘সে যেভাবে ক্লিন হিট করে, টি-টোয়েন্টি ক্রিকেটে খুব কম ব্যাটসম্যান এটা পারে। সে অনেক স্মার্ট। সে এভাবেই খেলে। আপনি এবি ডি ভিলিয়ার্সকে নিয়ে কথা বলবেন সে ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান কিন্তু ম্যাক্সিও আছে এখানে।’
এর বিশ্লেষণ দিতে গিয়ে স্টেইন বলেছেন, ভিলিয়ার্সের মতো কেউ যখন আশেপাশে থাকবে না, তখন যে কেউ সহজেই ম্যাক্সওয়েলকে মিঃ ৩৬০ ডিগ্রি বলতে পারেন। কারণ, তাঁর সব জায়গায় বল পাঠানোর সামর্থ্য আছে।
স্টেইনের ভাষ্যমতে, ‘এটি এমন একটি ডাকনাম, যা ভিলিয়ার্স অর্জন করেছে। কারণ সে এভাবেই খেলে। ভিলিয়ার্সের মতো কেউ যদি আপনার আশেপাশে না থাকে, আপনি সহজেই ম্যাক্সিকে মিঃ ৩৬০ ডিগ্রি বলতে পারেন। কারণ তাঁর সামর্থ্য আছে এমন জায়গায় বল পাঠানো, যেখানে আপনি চাইবেন না বল যাক।’