promotional_ad

মোমেন্টামের খোঁজে সিলেট থান্ডার

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


হেরেই চলেছে সিলেট থান্ডার। শনিবার (২৮ ডিসেম্বর) তাঁরা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৯ উইকেটে হেরেছে। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ৭ ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে তাঁরা।


সিলেটের পেসার এবাদত হোসেন জানিয়েছেন, তাঁরা মোমেন্টামের খোঁজে আছেন। ছোটো ছোটো ভুলের কারণে তাঁরা হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছেন। এখনও পাঁচটি ম্যাচ হাতে আছে তাদের। এবাদতের বিশ্বাস ঘুরে দাঁড়াবে তাঁর দল।



promotional_ad

এবাদত বলেন, 'টি-টোয়েন্টিতে মোমেন্টামটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা আসলে মোমেন্টামটা ধরতে পারছি না। কিছু কিছু ছোটো ভুলের কারণে আমরা জেতা থেকে দূরে আছি। আমার কাছে মনে হয় এগুলো ঠিক হয়ে যাবে। এখনও পাঁচটি ম্যাচ আছে।'


চলতি ঢাকা পর্বে আরও একটি ম্যাচ খেলবে সিলেট থান্ডার। এরপর তাঁরা পাড়ি জমাবে হোম গ্রাউন্ড সিলেটে। সেখানে তিনটি ম্যাচ খেলবে সিলেট থান্ডার। এবাদতের বিশ্বাস ঘরের মাঠেই জয়ের ধারায় ফিরবেন তাঁরা। সিলেট থেকে ফিরে ঢাকায় গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে দলটি।


নিজেদের পরিকল্পনা জানিয়ে এবাদত বলেছেন, 'যেহেতু ঢাকায় একটি ম্যাচ আছে, সিলেটে তিনটি ম্যাচ আছে। সিলেটে আমাদের ক্রাউড থাকবে। ঢাকায় পরবর্তী ম্যাচটি যদি আমরা জিততে পারি তাহলে সিলেটে ভালো ক্রাউড থাকবে আমরা জেতার চেষ্টা করবো।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball