একই ওভারে দুই উইকেট হারিয়ে বিপাকে ঢাকা

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
চট্টগ্রাম পর্ব শেষ করে পুনরায় ঢাকায় ফিরেছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে ঢাকা প্লাটুন।
একই ওভারে দুই উইকেট হারিয়ে বিপাকে ঢাকাঃ
টস হেরে ব্যাটিংয়ে নেমে সতর্ক শুরু করে ঢাকার দুই ওপেনার তামিম ইকবাল এবং এনামুল হক বিজয়। উদ্বোধনী জুটিতে দুজন তোলেন ৩২ রান।

ইনিংসের পঞ্চম ওভারে নাসুম আহমেদের বলে ক্যাচ তুলে দেন বিজয়, যা লুফে নিতে ব্যর্থ হন রুবেল হোসেন। এরপরের ওভারেই চ্যাডউইক ওয়ালটনের দুর্দান্ত থ্রো'তে রানআউট হন বিজয়। ফেরার আগে করেন ১৪ রান।
একই ওভারে আসরে দুর্দান্ত ফর্মে থাকা মেহেদী হাসানকে শূন্য রানে ফেরান লিয়াম প্লাঙ্কেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
ঢাকা প্লাটুনঃ ৩৩/২ (৬ ওভার)
(তামিম ১৮*, মুমিনুল ০*)
ঢাকা প্লাটুন একাদশঃ তামিম ইকবাল, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), মেহেদি হাসান, জাকের আলী, থিসারা পেরেরা, মুমিনুল হক, শহীদ আফ্রিদি, সাদাব খান, ওয়াহাব রিয়াজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও হাসান মাহমুদ।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশঃ লেন্ডল সিমন্স, জুনায়েদ সিদ্দিকী, ইমরুল কায়েস (অধিনায়ক), রায়ান বার্ল, চ্যাডউইক ওয়ালটন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মুক্তার আলী, লিয়াম প্লাঙ্কেট, রুবেল হোসেন, নাসুম আহমেদ, এবং মেহেদী হাসান রানা।