promotional_ad

আফিফে ম্লান মালানের সেঞ্চুরি

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ডেভিড মালানের সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করেছিল কুমিল্লা ওয়ারিয়র্স। আফিফ হোসেনের হাফ সেঞ্চুরি আর রবি বোপারার ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেট হাতে রেখে পেরিয়ে গেছে রাজশাহী রয়্যালস।


মাঝারি লক্ষ্যে খেলতে নেমে রাজশাহীকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার লিটন দাস এবং আফিফ হোসেন। শুরুতে দেখেশুনে ধীরে খেললেও উইকেটে থিতু হয়ে হাত খুলে খেলেন দুজনই। 


এরপর লিটন ২৭ রান করে মুজিব উর রহমানের বলে বোল্ড হয়েছেন। আর আত্তেই ওপেনিং জুটি ভাঙে তাদের। ওপেনাররা দারুণ শুরু এনে দিলেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন শোয়েব মালিক।



promotional_ad

তিনি আল আমিন হোসেনকে উড়িয়ে মারতে গিয়ে ফিরেছেন রাজাপাকশের হাতে ক্যাচ দিয়ে। এরপর রবি বোপারাকে সঙ্গে নিয়ে মাত্র ৩৭ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন আফিফ।


খানিক পরেই আল আমিন হোসেনের বল উড়িয়ে মারতে গিয়ে ব্যক্তিগত ৭৬ রানে আউট হয়েছেন আফিফ। তাঁর ইনিংসটি সাজানো ছিল ২টি ছয় এবং ৮টি চারে। আফিফ ফেরার পর রবি বোপারা (৩৮) এবং আন্দ্রে রাসেল (৫) রাজশাহীর জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।


সংক্ষিপ্ত স্কোরঃ


কুমিল্লা ওয়ারিয়র্সঃ ১৭০/৮ (২০ ওভার) (মালান ১০০*, সৌম্য ২০*; ইরফান ২/২৩)



রাজশাহী রয়্যালসঃ ১৭১/৩ (১৬.৪ ওভার) (আফিফ ৭৬, বোপারা ৩৮; আল আমিন ২/৩৮)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball