প্রত্যেক বলে ছক্কা মারতে ইচ্ছা করেঃ মিঠুন

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টি-টোয়েন্টি ক্র??কেটে সাধারণত ধূমধাড়াক্কা ব্যাটিংয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামেন ব্যাটসম্যানরা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনও এর ব্যতিক্রম নন। মাঠে নামার পর প্রতি বলেই ছক্কা মারতে চান তিনি।
যদিও ম্যাচের পরিস্থিতি বিবেচনায় মিঠুনকে ছক্কা মারার চেষ্টায় বিরত থাকতে হয় অনেক সময়। বঙ্গবন্ধু বিপিএলের শেষ ম্যাচেও এমনটা দেখা গেছে। ঢাকা প্লাটুনের বিপক্ষে ব্যাট হাতে ৪ ছক্কা এবং এক চারের সাহায্যে ৩১ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলেন ডানহাতি ব্যাটসম্যান মিঠুন।

ঢাকার বিপক্ষে ৫১ রানের মাথায় দুই উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামানে মিঠুন। এরপর জনসন চার্লসের সঙ্গে ৪২ রানের জুটি গড়ে দলকে চাপমুক্ত করেন তিনি। দলের স্বার্থে সেই পরিস্থিতি চাইলেও আক্রমণাত্মক খেলতে পারেননি ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, 'আপনি চাইলেও নিজের মনমতো খেলতে পারবেন না। কারণ ম্যাচের একটা পরিস্থিতি সবসময় পরিবর্তন হতে থাকে। আমার তো মন চায় প্রত্যেক বলে ছয় মারতে। কিন্তু তখন মিস করার চান্স অনেক বেশি থাকবে।'
মিঠুন আরো যোগ করেন, 'এখন দলের উইকেট যদি দ্রুত পরে যায় তাহলে আপনি চাইলেও সেভাবে মেরে খেলতে পারবেন না কিংবা মনমতো খেলতে পারবেন না। একজন ব্যাটসম্যান হিসেবে আপনার সেই চাপটাও সামলাতে হবে এবং সুযোগটা নিয়েও খেলতে হবে।'
ঢাকা প্লাটুনের বিপক্ষে এই ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয় সিলেট থান্ডার। ম্যাচটির শুরুতে ব্যাটিংয়ে নেমে জনসন চার্লসের ৪৫ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ১৭৪ রান সংগ্রহ করে সিলেট। জবাবে তামিম ইকবাল এবং মেহেদি হাসানের জোড়া হাফ সেঞ্চুরিতে ৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় মাশরাফির নেতৃত্বাধীন ঢাকা।