নির্বিষ বোলিংকে দুষলেন মোসাদ্দেক

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্লাটুনের বিপক্ষে বঙ্গবন্ধু বিপিএলের শেষ ম্যাচে ৮ উইকেটে পরাজিত হয়েছে সিলেট থান্ডার। ম্যাচটিতে শুরুতে টস জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭৪ রান সংগ্রহ করে সিলেট। কিন্তু এই রানও মাত্র ২ উইকেট হারিয়ে ৯ বল হাতে রেখে টপকে যায় মাশরাফি বিন মুর্তজার ঢাকা।
ম্যাচ শেষে হারের কারণ হিসেবে বোলারদের নির্বিষ বোলিংকে দুষেছেন সিলেট অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। তাঁর মতে জয়ের জন্য এই রান যথেষ্ট থাকলেও বোলারদের ব্যর্থতার কারণে শেষ পর্যন্ত পরাজয়ের কাতারে থাকতে হয়েছে তাদের।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মোসাদ্দেক বলেন, 'আমি মনে করি রান যথেষ্ট ছিল। যদিও আমরা ১৫-২০ রান কম করেছি। তবে এটা ঠিক ছিল বলে আমি মনে করি। আমাদের বোলিং ভালো ছিল না খুব একটা। এখানেই আমরা ব্যর্থ হয়েছি। শেষ ৫ ওভারে আমরা মাত্র ৩৫ রান করতে পেরেছি। এটাই মূল সমস্যা ছিল।'
এদিন ম্যাচের শুরুতে ব্যাটিং করতে নেমে রানের খাতা খোলার আগেই আউট হন সিলেটের ক্যারিবিয়ান ওপেনার আন্দ্রে ফ্লেচার। মোসাদ্দেকের বিশ্বাস হার্ডহিটার এই ব্যাটসম্যান অন্তত ৬ ওভার ক্রিজে থাকলে রান আরো বেশি হতো তাঁর দলের।
ফ্লেচারকে দ্রুত হারানোটা হতাশার আখ্যা দিয়ে মোসাদ্দেক বলেন, 'আন্দ্রে ফ্লেচার শুরুতে আউট হওয়াটা দুর্ভাগ্যের ছিল। সে যদি ৬ কিংবা ৮ ওভার খেলতে পারতো তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য ভালো হতো। এমনকি আমরা তাহলে ১৯০ রানের মতো করতে পারতাম। এটা অবশ্যই হতাশার।'