মাশরাফির ঢাকার মুখোমুখি সিলেট থান্ডার

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৯তম ম্যাচে ঢাকা প্লাটুনের বিপক্ষে মাঠে নামছে সিলেট থান্ডার। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।
বঙ্গবন্ধু বিপিএলে ৫ ম্যাচ খেলে ৩টিতে জয় পেয়েছে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন ঢাকা প্লাটুন। সমান সংখ্যক ম্যাচে সিলেটের জয় একটি।
বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা এবং সিলেট দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে। প্রথম দেখায় সিলেট থান্ডারকে ২৪ রানে হারায় মাশরাফির দল। এই ম্যাচের আগেও সেই জয় আত্মবিশ্বাস যোগাচ্ছে ঢাকাকে।

প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে দুই দলেরই জয়ের বিকল্প নেই। ৭ দলের মধ্যে ঢাকার অবস্থান এখন চার নম্বরে। ৬ নম্বরে রয়েছে মোসাদ্দেক হোসেনের নেতৃত্বাধীন সিলেট থান্ডার।
বরাবরের মতো এই ম্যাচেও থিসারা পেরেরা-তামিম ইকবালের কাছে বেশি চাওয়া থাকবে ঢাকার। লঙ্কান অলরাউন্ডার থিসারা ৪ ম্যাচে ১১২ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৫ উইকেট। এ ছাড়া তামিম ৪ ম্যাচে করেছেন ১৪৪ রান।
সিলেটের মূল ভরসা ক্যারিবীয় ওপেনার আন্দ্রে ফ্লেচার। তাঁর ব্যাট থেকে এসেছে চলতি টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি। ৪ ম্যাচ খেলে ২১৭ রান করেছেন ফ্লেচার। ঢাকার বিপক্ষেও তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
ঢাকা প্লাটুনঃ তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদী হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রাকিবুল হাসান, জাকের আলী অনিক, মোহাম্মদ শহীদ, থিসারা পেরেরা, লরি ইভান্স, ওয়াহাব রিয়াজ, আসিফ আলী, লুইস রিস, শহীদ আফ্রিদি ও শাদাব খান।
সিলেট থান্ডারঃ মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, রনি তালুকদার, নাঈম হাসান, দেলোয়ার হোসেন, মনির হোসেন খান, রুবেল মিয়া, এবাদত হোসেন, শেরফান রাদারফোর্ড, শফিকউল্লাহ শাফাক, নাভীন উল হক, জীবন মেন্ডিস, শেলডন কটরেল ও মোহাম্মদ সামি।