মুশফিকদের বিপক্ষে টসে জিতলেন রাসেল

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৮তম ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে মাঠে নামছে খুলনা টাইগার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
ইতোমধ্যে এই ম্যচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী রয়্যালস অধিনায়ক আন্দ্রে রাসেল। কিছুক্ষণের মধ্যে ব্যাটিংয়ে নামবে খুলনা।

বঙ্গবন্ধু বিপিএলে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে খুলনা এবং রাজশাহী। প্রথম দেখায় রাজশাহীকে ৫ উইকেটে হারিয়েছে খুলনা। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮৯ রান করে রাজশাহী।
জবাবে ২ বল হাতে রেখেই জয় তুলে নেয় খুলনা। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়েছে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন খুলনা। রাজশাহী ৩ ম্যাচ খেলে জিতেছে দুটিতে।
রাজশাহী রয়্যালস: আন্দ্রে রাসেল (অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন, আবু জায়েদ, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলক কাপালী, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, মিনহাজুল আবেদীন আফ্রিদি, নাহিদুল ইসলাম, রবি বোপারা, হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ নওয়াজ ও মোহাম্মদ ইরফান।
খুলনা টাইগার্স: মুশফিকুর রহিম (অধিনায়ক), শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, শহিদুল ইসলাম, আলিস আল ইসলাম, তানভির ইসলাম, রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, নাজিবউল্লাহ জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ।