সৌম্যর শিকার তামিম

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
ঢাকা প্লাটুনঃ ১২২/৪, ওভার- ১৫.৩
মুমিনুল ১৮*, আফ্রিদি ০*; রবিউল ১/৪১, মুজিব ২/১০
কুমিল্লা ওয়ারিয়র্সঃ ২০ ওভারে (রাজাপাকশে ৯৬* ইয়াসির ৩০*; মেহেদী ২/৯, সাদাব ১/৩২)।
ফিরলেন তামিমঃ থিতু হয়ে আউট হলেন ঢাকা প্লাটুনের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। দলের ব্যাটসম্যানদের আসা যাওয়ার মাঝে একপ্রান্ত আগলে ধরে রেখেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারেননি তিনি। ৪০ বলে ৩৪ রানের ইনিংস খেলে আউট হয়েছেন তিনি।

তাকে সাজঘরে ফিরিয়েছেন সৌম্য সরকার। ম্যাচে নিজের প্রথম উইকেট তুলে নিলেন তিনি। উইকেটে নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছেন শহীদ আফ্রিদি, তাঁর সঙ্গে ১৮ রানে উইকেটে আছেন মুমিনুল হক।
জয়ের জন্য ঢাকার প্রয়োজন ২৬ বলে ৪০ রান।
পরপর তিন উইকেট হারাল ঢাকাঃ ঢাকার হয়ে তাণ্ডব চালানো মেহেদী হাসানকে ৫৯ রানে থামান আল আমিন হোসেন। ইনিংসের নবম ওভারের পঞ্চম বলে ডানহাতি এই ব্যাটসম্যানকে আউট করেন পেসার আল আমিন।
দশম ওভারে এসে দুই বলে দুই উইকেট তুলে নিয়ে ঢাকাকে চেপে ধরেন স্পিনার মুজিব উর রহমান। ওভারের পঞ্চম বলে আসিফ আলী এবং শেষ বলে জাকের আলীকে সাজঘরে ফেরত পাঠান তিনি। দুই ব্যাটসম্যানের কেউই রানের খাতা খুলতে পারেননি।
৮ বলের মধ্যে তিন উইকেট হারিয়ে বিপদে ঢাকা। ১০ ওভার শেষ তাদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৮৮ রান।
মেহেদীর তাণ্ডবঃ ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছেন ঢাকা প্লাটুনের মেহেদী হাসান। ইনিংসের পঞ্চম ওভারে স্পিনার রবিউল ইসলামকে ৪ ছক্কা এবং ১ চার মেরেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। তুলে নিয়ে নিয়েছেন ২৮ রান।
মেহেদী ব্যাটিং করছেন ১৭ বলে ৪১ রানে। তাঁর সঙ্গে উইকেটে আছেন অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল। তিনি ব্যাটিং করছেন ১৩ রানে।
শুরুতেই ধাক্কাঃ কুমিল্লা ওয়ারিয়র্সের দেয়া ১৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেল ঢাকা প্লাটুন। ইনিংসের প্রথম ওভারেই স্পিনার রবিউল ইসলামের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ঢাকার উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়।
২ বলে ০ রানে ফিরেছেন বিজয়। রবিউল ১ রানে ১ উইকেট নিয়ে প্রথম ওভার শেষ করেছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছেন মেহেদী হাসান। আরেক প্রান্তে রয়েছেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল।