তরুণদের দীক্ষা দিচ্ছেন সৌম্য

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আন্তর্জাতিক ক্রিকেটে ৫ বছর ধরে খেলা সৌম্য সরকার বিদেশি অনেক কোচের সান্নিধ্য পেয়েছেন। তাঁদের কাছ থেকে পাওয়া টিপস বঙ্গবন্ধু বিপিএলে তরুণদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন কুমিল্লা ওয়ারিয়র্সের এই বাঁহাতি ব্যাটসম্যান।
চলতি বিপিএলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার মাঠ মাতাচ্ছেন। এসব তরুণ ক্রিকেটারদের আগামীর পথ সহজ করতে অগ্রজ সৌম্য নিজের অভিজ্ঞতার ঝুলি খুলে দিয়েছেন। সুযোগ হলে তরুণ ক্রিকেটারদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন তিনি।

এ প্রসঙ্গে সৌম্য বলেন, ‘আমি সর্বশেষ এসএ গেমসে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলেছি। আমি কোচদের কাছ থেকে, বিশেষ করে বিদেশি কোচদের কাছ থেকে যেসব টিপস পেয়েছি এবং শিখেছি, তাদের সেসব বলার চেষ্টা করেছি।’
‘অনেকে এসেছিল, তারা দুই-একদিন জিজ্ঞেস করেছিল। আমার ভেতরে যতটুকু আছে, আমি সেটা তাদের দেয়ার চেষ্টা করেছি। কেউ এলে অবশ্যই তাকে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি।’
তরুণদের দীক্ষা দিলেও ব্যাট হাতে সৌম্য নিজেই সেভাবে ফর্মে নেই। জাতীয় দলের হয়ে সর্বশেষ ৫ ওয়ানডেতে ৩৩, ২২, ১৫, ১১ এবং ৬৯ রানের ইনিংস খেলেছেন তিনি। বিপিএলে অবশ্য নিজেকে কিছুটা ফিরে পেয়েছেন এই বাঁহাতি। চার ম্যাচে কোনো হাফ সেঞ্চুরি না করতে পারলেও রান করছেন সৌম্য।