তরুণদের লক্ষ্য নির্ধারণ করে দিলেন নান্নু

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চলমান টুর্নামেন্টে লাইন, লেন্থ এবং গতি দিয়ে পাদপ্রদীপের আলোয় এসেছেন মেহেদি হাসান রানা, মুকিদুল ইসলাম মুগ্ধ এবং হাসান মাহমুদদের মতো তরুণ ক্রিকেটাররা। তাঁদের নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে গণমাধ্যমে।
যদিও বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু দুই একটি ম্যাচ দিয়ে কাউকে বিবেচনা করার পক্ষে নন। এক্ষেত্রে তরুণ ক্রিকেটারদের একটি সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন তিনি।

নান্নুর মতে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকার জন্য অন্তত দশ বছরের একটি পরিকল্পনা মাথায় রাখতে হবে তরুণ ক্রিকেটারদের। আর ঘরোয়া ক্রিকেটের জন্য এই সময়ের পরিধি ১৫ বছর হওয়া উচিত বলে মনে করেন তিনি।
নান্নু বলেন, 'যেকোনো ইয়াংস্টারের কাজ হলো তাকে চিন্তাভাবনা করতে হবে যেন ১৫ বছর টানা স্ট্যান্ডার্ড ক্রিকেট খেলতে পারে। একটি বা দুটি ম্যাচ দিয়ে একজন ক্রিকেটারকে বিবেচনা করা যায় না। একজন ক্রিকেটারের ঘরোয়া ক্রিকেটে ১৫ বছরের একটা গোল সেট করতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য অন্তত ১০ বছরের একটা গোল সেট করতে হবে। সে যেন একবার দলে ঢুকলে দশ বছর দেশকে প্রতিনিধিত্ব করতে পারে।'
জাতীয় দলের সাবেক এই অধিনায়কের বিশ্বাস লক্ষ্য নির্ধারণ না করতে পারলে পারফরম্যান্স ধরে রাখতে ব্যর্থ হবেন ক্রিকেটাররা। নান্নুর ভাষায়, 'এই ধরণের লক্ষ্য নির্ধারণ করতে না পারলে কোনো দিন পারফরম্যান্স একটা স্ট্যান্ডার্ডে থাকে না। সুতরাং একটি, দুটি ম্যাচ দেখে, একটি বল করে বা আউটস্ট্যান্ডিং ডেলিভারি দিয়ে একজন ক্রিকেটারকে বিবেচনা করা যায় না।'