সোমবার মাশরাফিদের মুখোমুখি সৌম্য-সাব্বিররা

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বিপিএলে এখন পর্যন্ত ৪টি করে ম্যাচ খেলেছে ঢাকা প্লাটুন এবং কুমিল্লা ওয়ারিয়র্স। যেখানে দুটিতে জয় পেয়েছে উভয় দলই। তবে রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলে ঢাকার আগে অবস্থান কুমিল্লার।
০.৯১৪ রান রেট নিয়ে টেবিলের চার নম্বর আছে কুমিল্লা। অপরদিকে ০.১৪৫ রান রেট নিয়ে পাঁচ নম্বরে আছে ঢাকা। সোমবার পয়েন্ট টেবিলে ঢাকার চেয়ে এক ধাপ এগিয়ে থেকে নিজেদের পাঁচ নম্বর ম্যাচ খেলতে নামছে কুমিল্লা ওয়ারিয়র্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি।

বঙ্গবন্ধু বিপিএলে মাশরাফি বিন মুর্তজার অধীনে ঢাকা দলের স্কোয়াডে রয়েছেন তামিম ইকবাল, মুমিনুল হক, মেহেদি হাসান, শুভাগত হোমদের মতো দেশি তারকারা। যদিও ইনজুরির কারণে এখন পর্যন্ত মাত্র তিনটি ম্যাচ খেলেছেন ওপেনার তামিম। সোমবারের ম্যাচেও তাঁর খেলা অনিশ্চিত।
বিদেশি তারকা ক্রিকেটারদের মধ্যে ঢাকাতে আছেন শহিদ আফ্রিদি, লরি ইভান্স এবং থিসারা পেরেরা। বোনের বিয়েতে অংশ নিতে কিছুদিন আগেই টুর্নামেন্ট ছেড়ে দেশে ফিরে গেছেন পাকিস্তানের তারকা পেসার ওয়াহাব রিয়াজ। তাঁর পরিবর্তে ঢাকাতে যোগ দিয়েছেন মোহাম্মদ শহিদ।
শক্তিমত্তার দিক থেকে খুব একটা পিছিয়ে নেই কুমিল্লাও। জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে তাদের দলে আছেন সৌম্য সরকার, আল-আমিন হোসেন, সাব্বির রহমানরা। অপরদিকে বিদেশিদের মধ্যে অধিনায়ক দাশুন শানাকা ছাড়াও রয়েছেন ডেভিড মালান, ভানুকা রাজাপাকশে, মুজিব উর রহমানরা।
ঢাকা প্লাটুন স্কোয়াডঃ মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, মুমিনুল হক, রকিবুল হাসান, মেহেদী হাসান, শুভাগত হোম, আরিফুল হক, থিসারা পেরেরা, এনামুল হক, জাকের আলী, শহিদ আফ্রিদি, আসিফ আলী, লরি ইভান্স, থিসারা পেরেরা এবং লুইস রিসে।
কুমিল্লা ওয়ারিয়র্স স্কোয়াডঃ সৌম্য সরকার, আল আমিন হোসেন, ইয়াসির আলি চৌধুরি, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), সুমন খান, ফারদিন হোসেন অনি, মুজিব-উর-রহমান, ডেভিড মালান, দাসুন শানাকা (অধিনায়ক), ভানুকা রাজাপাকশে।