কামিন্সের দাম বেশি হয়নি, বিশ্বাস গাঙ্গুলির

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্স। নিলাম থেকে তাঁকে সাড়ে ১৫ কোটি রুপিতে দলে ভেড়ায় কলকাতা।
ফলে আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার হিসেবে নাম লেখান এই ডানহাতি। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি অবশ্য কামিন্সের এই মূল্যকে খুব বেশি মনে করছেন না।

তিনি বলেন, ‘আমার কিন্তু মনে হয় না কামিন্সের দাম বেশি হয়েছে। এটা আসলে চাহিদার উপর অনেকটা নির্ভর করে। বিশেষ করে এই ধরনের ছোট মাপের নিলামে এমনই ঘটে। বেন স্টোকসেরও এমন ধরনের ছোট মাপের নিলামে সাড়ে ১৪ কোটি রুপি দর উঠেছিল।'
গাঙ্গুলির মতে আকাশচুম্বী চাহিদার কারণেই আইপিএলে রেকর্ড দাম উঠেছে কামিন্সের। টেস্টে এক নম্বর বোলার প্রসঙ্গে সাবেক এই অধিনায়ক আরো বলেন, 'কলকাতার ইডেনের পিচ শক্ত আর সবুজ। গতি ও বাউন্স আছে এমন বোলারদের জন্য সঠিক জায়গার উইকেট। আমার মনে হয় নিলামে দিল্লি ক্যাপিটালস ও কেকেআরের মধ্যে লড়াই চলছিল। একটা সময়ের পর দিল্লি হাল ছেড়ে দেয়। এটা পুরোটাই চাহিদা আর জোগানের ব্যাপার।'
এর আগে ২০১৭ নিলামে ১৪.৫ কোটি রুপিতে রাইজিং পুনে সুপারজায়ান্টে নাম লেখান বেন স্টোকস। এবার স্টোকসের রেকর্ড টপকে সবচেয়ে দামি বিদ??শি ক্রিকেটার হিসেবে নাম লেখালেন প্যাট কামিন্স।