promotional_ad

তামিমকে টপকে শীর্ষে মুশফিক

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শনিবার সিলেট থান্ডারের বিপক্ষে ৮ বলে ১২ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম। এই ইনিংসটি খেলার পথে তামিম ইকবালকে ছাড়িয়ে বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নাম লেখান খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিক।  


ইনজুরির কারণে চলমান বঙ্গবন্ধু বিপিএলে খেলা হচ্ছে না ঢাকা প্লাটুনের ওপেনার তামিম ইকবালের। তাঁর অনুপস্থিতির সুযোগটি ভালোই কাজে লাগান উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক। বিপিএল ইতিহাসে ৭৫ ম্যাচে এক হাজার ৯৩৬ রান নিয়ে শীর্ষে উঠে এসেছেন তিনি। যেখানে ১২টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। 



promotional_ad

মুশফিকের চেয়ে এক রান কম নিয়ে দ্বিতীয়তে নেমে গেছেন তামিম। বিপিএলে তাঁর রান এক হাজার ৯৩৫। বিপিএলে একমাত্র বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি পাওয়া তামিমের রয়েছে ১৭টি হাফ সেঞ্চুরি।  


সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এই নিয়মিত অধিনায়ক ৭৮ ম্যাচে এক হাজার ৬৯৫ রান সংগ্রহ করেছেন। তাঁর রয়েছে ৯টি হাফসেঞ্চুরি। 


এরপর যথাক্রমে তালিকার চার এবং পাঁচ নম্বরে অবস্থান ইমরুল কায়েস ও সাকিব আল হাসানের। হ্যামস্ট্রিংয়ের চোট পাওয়া মাহমুদউল্লাহর পরিবর্তে চট্টগ্রামের অধিনায়কত্ব পাওয়া ইমরুল ৭৫ ম্যাচে এক হাজার ৫৬৭ রান করেন। তাঁর রয়েছে ৬টি হাফ সেঞ্চুরি।



 জুয়াড়ির ফিক্সিংয়ের প্রস্তাব আইসিসিকে না জানানোয় নিষেধাজ্ঞা পাওয়া সাকিব ৭৬ ম্যাচে এক হাজার ৪৮৩ রান করেন। যেখানে তাঁর রয়েছে ৫টি হাফ সেঞ্চুরি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball