রানা-মুগ্ধদের মাথায় তুলবেন নাঃ মুশফিক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বিপিএল দিয়ে পাদপ্রদীপের আলোয় আসা পেসারদের আরো সুযোগ দেয়ার জন্য অনুরোধ করেছেন মুশফিকুর রহিম। অতিরিক্ত চাপ দিলে তারা অকালে হারিয়ে যাবেন বলে মনে মনে করেন খুলনা টাইগার্সের এই অধিনায়ক।
চলমান টুর্নামেন্টে আলাদাভাবে নজর কেড়েছেন মেহেদি হাসান রানা, মুকিদুল ইসলাম মুগ্ধ এবং হাসান মাহমুদরা। লাইন এবং লেন্থ ঠিক রেখে দারুণ বোলিং করার দরুন তাদেরকে নিয়ে শুরু হয়েছে মাতামাতি।

বিশেষ করে সবচাইতে বেশি প্রশংসিত হয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাঁহাতি পেসার মেহেদি হাসান রানা। ৫ ম্যাচে ৯.৪৬ গড় এবং ৬.৪৭ ইকোনমি রেটে ১৩ উইকেট শিকার করেছেন তিনি। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষেও উঠে এসেছেন ২২ বছর বয়সী এই তরুণ। রানাসহ বাকি প্রতিভাবান পেসাররা যেন অকালে না হারিয়ে যান সেই কারণে তাদেরকে নিয়ে বেশি মাতামাতি করতে বারণ করেছেন মুশফিক।
জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান সাংবাদিকদের অনুরোধ জানিয়ে বলেন, 'এখনও অনেক ম্যাচ আছে। তাদেরকে আরেকটু সুযোগ দেন। তাদেরকে এখনই মাথার উপর তুলে ফেলবেন না। এটা আমার অনুরোধ থাকবে। তাদেরকে পরবর্তী দুই-তিন বছর স্বাধীনভাবে খেলতে দেন। সামনে বিশ্বকাপ না কি আছে এগুলো বলে চাপ দিয়েন না।'
মুশফিকের মতে আগামী দুই তিন বছর টানা খেলার সুযোগ করে দিলে তবেই বোঝা যাবে রানাদের মতো বোলাররা কতটা উপযুক্ত জাতীয় দলে। তাঁর ভাষ্যমতে, 'ওদেরকে দুই-তিন বছর খেলতে দেন, আপনি এমনিই বুঝতে পারবেন কে আসছে না কে বাদ পড়ছে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। শুধু টি-টোয়েন্টি না, টেস্ট এবং ওয়ানডেতেও।'
একই সঙ্গে তরুণ এই বোলারদের স্বাধীনভাবে খেলতে দেয়ার অনুরোধও করেন মুশফিক। এই প্রসঙ্গে মুশফিকের বক্তব্য, 'আমার একটা অনুরোধ থাকবে যে, আপনারা তাদের স্বাধীনভাবে খেলতে দিন। তাদের খেলাটা উপভোগ করতে দিন। তাদের ভেতর ঐ চাপটা দিয়েন না যে, আরেকটু ভালো করলে হয়তো বিশ্বকাপে (সুযোগ) পেতে পারো।'