promotional_ad

আলোচনায় থাকাকে ইতিবাচক হিসেবে দেখছেন মুশফিক

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


তরুণ ক্রিকেটারদের লাইম লাইট বা আলোচনায় আসার ব্যাপারটিকে ইতিবাচক হিসেবে দেখছেন মুশফিকুর রহিম। তাঁর মতে, লাইম লাইটে আসতে পারলে তরুণ ক্রিকেটারদের দায়িত্ববোধ বাড়বে।


বঙ্গবন্ধু বিপিএলে বল হাতে দুর্দান্ত পারফর্ম করছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা। ৪ ম্যাচে ১২ উইকেট নিয়ে এখন পর্যন্ত বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি ২২ বছর বয়সী এই পেসার।  


promotional_ad

খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকের বিশ্বাস লাইম লাইটে আসার পর নিজের দায়িত্ব সম্পর্কে আরও বেশি অবগত থাকবেন রানার মতো তরুণরা। তিনি বলেন, ‘লাইম লাইটে থাকা কিন্তু খারাপ না। তাহলে তাদেরও দায়িত্বজ্ঞানটা বাড়বে। তারা চিন্তা করবে, আমি একটা ভালো জায়গায় এসেছি, সামনে কিন্তু আমার আরও ভালো জায়গায় যাওয়ার সুযোগ আছে।’


রংপুর রেঞ্জার্সের পেসার মুস্তাফিজুর রহমানের পাশেও দাঁড়িয়েছেন মুশফিক। এখন পর্যন্ত টুর্নামেন্টে বল হাতে তেমন সুবিধা করতে পারেননি মুস্তাফিজ। ৫ ম্যাচে ৫ উইকেট শিকার করেছেন তিনি। 


অনেকদিন ধরেই শুরুর সেই মুস্তাফিজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মুশফিক অবশ্য আশাহত হচ্ছেন না। তাঁর বিশ্বাস, অভিজ্ঞতা এবং দক্ষতার দিক থেকে এখনও মুস্তাফিজ বাংলাদেশের অন্যতম সেরা বোলার। 


তিনি বলেন, ‘একটা বিপিএল যে কারো জন্য খারাপ যেতেই পারে। মুস্তাফিজের কথা বললে হয়তো সেরা ফর্মে সে এখন নেই। বাংলাদেশের যদি এক ওভারে ৪ রান লাগে কোনো ম্যাচে, এই পরিস্থিতিতে আমি মুস্তাফিজকেই বোলিং দিব। ও ফর্মে থাক আর না থাক। সবাই এমনভাবে বলছে যেন সে অন্য কোথাও চলে গেছে। এটা মোটেও ঠিক না, এমন কারো সাথে তরুণদের তুলনা করা।’ 


বঙ্গবন্ধু বিপিএলে ৪ ম্যাচের ৩টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে মুশফিকদের দল খুলনা। সিলেট থান্ডারের বিপক্ষে শেষ ম্যাচে ৮০ রানে হারে খুলনা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball