রানা আমাদের ট্রাম্প কার্ডঃ ইমরুল

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চলমান বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলছেন মেহেদি হাসান রানা। ২২ বছর বয়সী এই বাঁহাতি পেসারকে দলের ট্রাম্প কার্ড হিসেবে আখ্যা দিয়েছেন চট্টগ্রামের ভারপ্রাপ্ত অধিনায়ক ইমরুল কায়েস।
মাহমুদউল্লাহ রিয়াদের ইনজুরিতে চট্টগ্রামের নেতৃত্ব দেয়া ইমরুল প্রশংসায় ভাসিয়েছেন রানাকে। তরুণ এই পেসার আগামীতে আরো ভালো করবেন বলে বিশ্বাস ইমরুলের। বল হাতে এখন পর্যন্ত এবারের টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি পেসার রানা।

কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে শেষ ম্যাচে ২৮ রান খরচায় ৪ উইকেট নিয়ে দলের জয়ে মুখ্য ভূমিকা রাখেন তিনি। তাই রানাকে দলের ট্রাম্প কার্ড হিসেবে উল্লেখ করে ইমরুল বলেন, 'রানাকে আসলে একটি ট্রাম্প কার্ড হিসেবে পেয়েছি আমরা। ও নিজের কাজটি অনেক ভালোভাবে করে যাচ্ছে। আমার মনে হয় এটা ওর ক্যারিয়ারের জন্য ভালো হয়েছে।'
অথচ এই রানাই টুর্নামেন্টের শুরুতে ছিলেন উপেক্ষিত। প্রথমে কোনো দলই পাননি তিনি। সেসময় রংপুরের হয়ে নেটে অনুশীলন চালিয়ে গেছেন। পরবর্তী ইমরুল এবং মাহমুদউল্লাহর ইচ্ছায় তাকে দলে ভেড়ায় চট্টগ্রাম। রানাকে দলে নেয়ার ব্যাপারটি বিষয়কে একটি চ্যালেঞ্জ বলে মনে করছেন ইমরুল।
তিনি বলেন, 'রানার বিষয়ে আমি আর রিয়াদ ভাই একরকম চ্যালেঞ্জ নিয়েছিলাম। সে যখন দল পায়নি তখন আমি আর রিয়াদ ভাই দুইজন আলোচনা করে দলে নিয়েছিলাম। প্রথমে কেউ ওকে চিনছিলো না। আপনারা দেখবেন যে এমন অনেক বোলার আছে যারা বিপিএলে দল পায়নি, তাদের কেউ চিনে না।'