রানার প্রতি বেশি নজর দিবেন না, গণমাধ্যমকে সালাউদ্দিন

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বল হাতে চলমান বঙ্গবন্ধু বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছেন মেহেদি হাসান রানা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এই বাঁহাতি পেসার এরই মধ্যে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে উঠে এসেছেন।
৪ ম্যাচে মাত্র ৬.৬৮ ইকোনমি রেটে শিকার করেছেন ১২ উইকেট। সর্বশেষ কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষেও ২৮ রান খরচায় ৪ উইকেট নেন ২২ বছর বয়সী এই তরুণ। প্রতিভাবান এই পেসারকে নিয়ে যথেষ্ট আশাবাদী দেশের অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

রানার মতো বোলারদের খুব বেশি লাইম লাইটে না আনার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান তিনি। ঢাকা প্লাটুনের এই কোচের মতে বেশি প্রচার পেলে অকালেই হারিয়ে যেতে পারেন রানারা।
ক্রিকফ্রেঞ্জিকে দেয়া এক সাক্ষাৎকারে সালাউদ্দিন বলেন, 'এখনও যে ভালো বোলিং করেছে এটা বলবো না। তবে মনে হয়েছে ওর বোলিংয়ে গতি আছে। সেই সঙ্গে বাউন্স এবং পেসও আছে। ও মাত্র এসেছে, তার উপর এত বেশি নজর না রাখলে ওর জন্য ভালো হবে, তাঁর ক্যারিয়ারের জন্য ভালো হবে।'
সালাউদ্দিনের বিশ্বাস একজন পেস বোলারদের যেসব গুণ থাকা প্রয়োজন তার সবই রয়েছে রানার মাঝে। এই কারণে তাকে আরো বেশি সুযোগ দেয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নিয়ম শৃঙ্খলা মানার প্রতিও জোর দিচ্ছেন অভিজ্ঞ এই কোচ।
সালাউদ্দিনের ভাষ্যমতে, 'আমার মনে হয় তাঁর অ্যাটিচুডও ভালো। একজন পেস বোলার হওয়ার জন্য যে গুণগুলো দরকার সেগুলো আছে। তবে আরেকটু অ্যাগ্রেসিভ পেশি হলে আমার মনে হয় আরো ভালো করার সম্ভাবনা থাকবে। সেই সঙ্গে আমি বলবো যে উন্নতি করার অনেক জায়গা আছে। তাকে সুযোগ দিন, আশেপাশে যারা আছে তারা যেন ওকে সাহায্য করে এবং সেই সঙ্গে তার নিজেরও চাইতে হবে যেন সে বড় ক্রিকেটার হয়। তার ভবিষ্যত ভালো। তার নিজের ডিসিপ্লিনের উপর সবকিছু নির্ভর করবে।'