ছোটবেলা থেকেই লেগ স্পিন করিঃ বিপ্লব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
গত সেপ্টেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় আমিনুল ইসলাম বিপ্লবের। সেই ম্যাচে ৪ ওভারে ১৮ রান খরচায় ২ উইকেট শিকার করেন ২০ বছর বয়সী এই লেগ স্পিনার।
ছোটবেলা থেকেই লেগ স্পিনের সঙ্গে সখ্য এই তরুণের। এরপর এইচপি দলের সাবেক কোচ সায়মন হেলমটের পরামর্শে পেশাদার স্পিনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার ইচ্ছা জাগে তাঁর। এখন লেগ স্পিনেই ধারাবাহিক সাফল্য পাওয়ার লক্ষ্য বিপ্লবের।

তরুণ এই লেগ স্পিনার বলেন, ‘অনেকে ভাবে যে আমি এইচপি থেকে বোলিং করা শুরু করেছি। আসলে সেটা না। আমি ছোটবেলা থেকে বোলিং করি। হয়তো তখন পেশাদার বোলার হিসেবে এবং প্রথম পছন্দ হিসেবে আসেনি। সেখান থেকে আল্লাহর রহমতে যখন ভালো করা শুরু করলাম, তখন হেলমট আমাকে উপদেশ দেন যে, আমার বোলিং যেহেতু ভালো আছে তাই সামনের দিকে বোলিংয়ে ফোকাস করতে। এরপর থেকে আমি লেগ স্পিনে ফোকাস করছি।’
চলমান বঙ্গবন্ধু বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলছেন বিপ্লব। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে প্রথম ম্যাচে ৪ ওভারে ২৫ রান খরচায় এক উইকেট শিকার করেন এই লেগ স্পিনার। দ্বিতীয় ম্যাচে যদিও সুবিধা করতে পারেননি তিনি।
রাজশাহী রয়্যালসের বিপক্ষে দুই ওভারে ৩০ রান খরচায় উইকেটশূন্য থাকেন তিনি। শুক্রবার রংপুর রেঞ্জার্সের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে বিপ্লবের দল খুলনা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে ম্যাচটি।