promotional_ad

জ্বলে উঠবেন আফ্রিদি, আশাবাদী মাশরাফি

ছবিঃ টুইটার
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ঢাকা প্লাটুনের পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদির প্রতি আস্থা হারাচ্ছেন না দলটির অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তাঁর বিশ্বাস দ্রুতই রানে ফিরবেন আফ্রিদি। চলমান বঙ্গবন্ধু বিপিএলে এখন পর্যন্ত ব্যাট হাত ব্যর্থতার পরিচয় দিয়েছেন ঢাকা প্লাটুনের তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি। 


গত বৃহস্পতিবার রাজশাহী রয়্যালসের বিপক্ষে খেলতে নেমে প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফেরেন আফ্রিদি। ফলে ক্রিকেটে একশ বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড গড়েন তিনি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে শেষ ম্যাচেও যথারীতি ব্যর্থ ছিলেন আফ্রিদি।



promotional_ad

চট্টগ্রামের দেয়া ২২২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১২২ রানের মাথায় যখন ৫ উইকেট হারিয়ে বসে ঢাকা প্লাটুন তখন ব্যাটিংয়ে নামেন আফ্রিদি। কিন্তু মাত্র ৯ রান করে কেসরিক উইলিয়ামসের বলে এলবিডব্লিউ হয়ে ফিরতে হয় তাঁকে। শেষ পর্যন্ত ম্যাচটিতে ১৬ রানে পরাজিত হয় ঢাকা। 


ম্যাচ শেষে আফ্রিদির সমর্থনে মাশরাফি বলেন, 'আফ্রিদি এমন সময় ব্যাটিংয়ে নেমেছে যে সময় সুযোগ ছিল না তেমন। ও (আফ্রিদি) এমন একজন ব্যাটসম্যান ওর যদি ব্যাটে বলে সংযোগ হয় তাহলে ড্যামেজ করা সম্ভব।'


মাশরাফির মতে বাংলাদেশের মাটিতে অনেকদিন পর খেলতে এসে ভালো করা আফ্রিদির জন্য একটি বড় চ্যালেঞ্জ। ঢাকার অধিনায়কের ভাষায়, 'সবসময় তো আর ভালো আশা করা যায় না। সে অনেকদিন পর এসেছে। ভালো করা এতো সহজও না। যারা খেলার মধ্যে আছে তাদেরই কষ্ট হচ্ছে। বিশেষ করে এই উইকেটে একটা আলাদা চ্যালেঞ্জ থাকবেই। এখনও অনেক ম্যাচ আছে। সে ফিরে আসতে পারবে।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball