মাহমুদউল্লাহকে নিয়ে শঙ্কা

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বুধবার বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনের বিপক্ষে ম্যাচ চলাকালীন হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু সেই চোট নিয়েই ৪ ছক্কা এবং ৫ চারের সাহায্যে মাত্র ২৮ বলে ৫৯ রানের বিস্ফোরক ইনিংস খেলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক।
একই সঙ্গে দলকে ২২১ রানের বিশাল পুঁজি এনে দিতে মুখ্য ভূমিকা পালন করেন মাহমুদউল্লাহ। ব্যাটিং শেষে ইনজুরির কারণে অবশ্য ফিল্ডিং করতে পারেননি তিনি। তাঁর পরিবর্তে চট্টগ্রামের অধিনায়কত্ব করেন ইমরুল কায়েস।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের ইনজুরির অবস্থা নিয়ে কথা বলেন মাহমুদউল্লাহ। হ্যামস্ট্রিংয়ের চোটের মাত্রা জানার জন্য স্ক্যান করাতে হবে বলে জানান তিনি। চট্টগ্রাম অধিনায়ক বলেন, 'এই মুহূর্তে আমার ইনজুরির অবস্থা তেমন ভালো কিছু নয়। ইনজুরির মাত্রাটা কেমন সেটা জানার জন্য স্ক্যান করাতে হবে। তারপর রিপোর্ট দেখে চিকিৎসক সিদ্ধান্ত দেবেন।'
এর আগে বঙ্গবন্ধু বিপিএলের প্রথম দুটি ম্যাচ মিস করেছিলেন মাহমুদউল্লাহ। কলকাতা টেস্টের দ্বিতীয় ইনিংসে কুঁচকির ইনজুরিতে পড়েন তিনি। সেই ইনজুরির কারণে বিপিএলের শুরুর দুই ম্যাচে বিশ্রামে ছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক।
এবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলতে নেমে আবারো ইনজুরির কবলে পড়লেন তিনি। মাহমুদউল্লাহর ইনজুরির দিন অবশ্য ১৬ রানের রোমাঞ্চকর এক জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম। একই সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রাখে তারা।
২০ ডিসেম্বর (শুক্রবার) কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামবে চট্টগ্রাম। এই ম্যাচে মাহমুদউল্লাহ খেলতে পারবেন কিনা সেটা নির্ভর করছে স্ক্যান রিপোর্টের ওপর। শেষ পর্যন্ত তিনি খেলতে না পারলে অধিনায়কত্ব করতে পারেন ইমরুল কায়েস।