আরেকটু হিসেবি হলে ম্যাচ অন্যরকম হতোঃ মাশরাফি

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফেঞ্জি করেসপন্ডেন্ট ||
ঢাকা প্লাটুনের বিপক্ষে টসে হেরে ব্যাটিং করতে নেমে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম দুই শ (২২১ রান) টপকানো ইনিংস উপহার দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জবাবে ঢাকা পাল্লা দেওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত পারেনি। ২০৫ রানে শেষ হয়েছে ঢাকার ইনিংস।
রান বন্যার এই ম্যাচে ১৬ রানের ব্যবধানে হারের পর ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, ব্যাটিংয়ে আরেকটু হিসেবি হলে এবং টপ অর্ডার ব্যাটসম্যানরা পাওয়ার প্লেতে আরও ১০-১৫ রান যোগ করতে পারলে ম্যাচের চিত্র অন্যরকম হতো।

এ প্রসঙ্গে মাশরাফি বলেন, 'টপ অর্ডার ব্যাটসম্যানদের ভুল ধরে মাশরাফি বলেছেন, 'এর আগে ২০০-২২০ চেজ হয়নি। এটা ব্যাটসম্যানদের জন্য অনেক বেশি। তারপরও ক্যালকুলেটিভ ব্যাটিং করলে, টপ অর্ডারে আর ১০-১৫ রান এড করতে পারতাম খেলাটা অন্যরকম হতে পারতো। যে চারজন ছিল পিচে সবারই শট খেলার মতো সামর্থ্য আছে।'
ম্যাচ হারায় হতাশ হলেও দলের ২০০-২১০ রান সংগ্রহ করার মতো সামর্থ্য দেখে আনন্দিত মাশরাফি। এই ম্যাচের ভুলগুলো পেছনে রেখে সামনে এগোতে চান ঢাকা প্লাটুন অধিনায়ক। এটা মাথায় রেখেই আগামী ম্যাচগুলোতে মাঠে নামতে চান তিনি।
মাশরাফি বলেছেন, 'আমি মনে করি এটা হতাশার, একই সঙ্গে একটা ভালো জিনিসও হয়েছে এই উইকেটে যে আমাদের ২০০-২১০ করারও যে এবিলিটি আছে সেটা আমাদের জন্য পজেটিভ সাইন। যে মিসটেক করেছি সেটা পিছনে রেখে সামনে এগুনোর জন্য ভালো জিনিসগুলো চিন্তা করে নামতে হবে।'