তামিম-রিয়াজকে বাইরে রেখে ঢাকার একাদশ

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ সন্ধ্যার ম্যাচে মাঠে নামছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং ঢাকা প্লাটুন। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬.৩০ টায়।
ইতোমধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা প্লাটুন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ফলে কিছুক্ষণের মধ্যে ব্যাটিংয়ে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
ঢাকা প্লাটুন এই ম্যাচে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। ডেঙ্গু জ্বরের কারণে হাসপাতালে আছেন তিনি। তাঁর পরিবর্তে জায়গা পেয়েছেন মুমিনুল হক। এ ছাড়া ঢাকার একাদশে নেই পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজও।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এক পরিবর্তন নিয়ে ঢাকার বিপক্ষে মাঠে নেমেছে। পেসার রুবেল হোসেনের ইনজুরির কারণে একাদশে জায়গা পেয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার নাসির হোসেন।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স:
চ্যাডউইক ওয়ালটন, লেন্ডল সিমন্স, আভিস্কা ফারনান্দো, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান, নাসুম আহমেদ, নাসির হোসেন, মুক্তার আলী, কেসরিক উইলিয়ামস এবং মেহেদী হাসান।
ঢাকা প্লাটুন:
মুমিনুল হক, এনামুল হক বিজয়, লরি ইভান্স, জাকের আলী, আসিফ আলী, মেহেদী হাসান, থিসারা পেরেরা, শহীদ আফ্রিদি, হাসান মাহমুদ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক, সালাউদ্দিন শাকিল।