উইকেট এমন হবে জানলে দল ভিন্ন হতোঃ সালাউদ্দিন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বিপিএলে এখন পর্যন্ত যে কয়টি ম্যাচ হয়েছে তার প্রায় সবগুলোই ছিল হাই স্কোরিং। সিলেট থান্ডারের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও ১৮২ রানের বড় পুঁজি পায় ঢাকা প্লাটুন। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের উইকেট সাধারণত স্পিন সহায়ক থাকলেও এবারের টুর্নামেন্টে ব্যতিক্রম দেখা যাচ্ছে।
এই বিষয়টিই অবাক করেছে ঢাকা প্লাটুনের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে। সিলেটের বিপক্ষে ২৪ রানের জয় পাওয়ার পর সংবাদ সম্মেলনে এমনটাই জানান তিনি। অভিজ্ঞ এই কোচ জানান উইকেট ব্যাটিং সহায়ক হবে ধারণা থাকলে একাদশ ভিন্নভাবে সাজাতেন তিনি।

সালাউদ্দিন বলেন, 'আমি যদি জানতাম যে ঢাকার উইকেট এমন হবে তাহলে আমার দল আরেকটু অন্যরকম হতো। আমি আসলে বেশ অবাক হয়েছি এবং এটা আসলে প্রশংসার দাবি রাখে যে এমন উইকেট টি- টোয়েন্টিতে পাচ্ছি এবং খুব ভালো রান হচ্ছে।'
উইকেটের কথা মাথায় রেখে কৌশলগত পরিবর্তন আনার পক্ষে ছিলেন সালাউদ্দিন। মিরপুরের এই উইকেটের প্রশংসা করতেও অবশ্য ভোলেননি তিনি। তাঁর ভাষায়, 'যদি এমন উইকেটের কথা জানতাম তাহলে আমার স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে যেতো। তবে এই ধরণের উইকেটের প্রশংসা করতেই হবে। এমন উইকেট আমরা অনেক বছর ধরে পাইনি।'
বঙ্গবন্ধু বিপিএলে এখন পর্যন্ত ৩টি ম্যাচ খেলে ২টিতে জয় পেয়েছে সালাউদ্দিনের ঢাকা প্লাটুন। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে তারা। আগামী ১৮ ডিসেম্বর (বুধবার) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামবে ঢাকা।